ভোপাল: মধ্যপ্রদেশের ভোপালে রাস্তার একপাল কুকুরের হামলায় মৃত্যু হল ছয় বছরের এক শিশুর। পুলিশ জানিয়েছে, এই মর্মান্তিক ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধেয় শিব সঙ্গম নগর এলাকায়।
শনিবার অওধপুরী থানার পুলিশ ইন্সপেক্টর এমএল ভাটি বলেছেন, ছয়টি কুকুর সঞ্জু যাতব নামে ওই ছয় বছরের ছেলেটির ওপর হামলা চালায়। ওই সময় সে বাড়ির সামনে একটি মাঠে খেলছিল। একদল কুকুর সন্তানের ওপর ঝাঁপিয়ে পড়েছে দেখে ছুটে আসেন সঞ্জুর মা। কুকুরগুলিকে তাড়ানোর চেষ্টা করেন তিনি। কিন্তু কুকুরগুলি তাঁকে আক্রমণ করে।
কুকুরদের হামলায় রক্তাক্ত হয়ে পড়ে সঞ্জু। প্রচুর রক্তক্ষরণ হতে থাকে তার। দ্রুত তাকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পথেই মৃত্যু হয় তার।
রাস্তার কুকুরদের উত্পাতের জন্য স্থানীয় বাসিন্দারা ভোপাল পুরসভাকে দায়ী করেছেন।
ভাটি জানিয়েছেন, তাঁরা পুর কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছিলেন। এরপর কর্তৃপক্ষ রাস্তার কুকুরদের তাণ্ডব রুখতে বড় আকারে অভিযান শুরু করেছে।
ভোপালে এই ধরনের মর্মন্তুদ ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০১৮-র ফেব্রুয়ারিতে গৌতম নগর এলাকায় দেড় বছরের একটি শিশু আটটি কুকুরের হামলায় মারা গিয়েছিল।
শুক্রবারের ঘটনার পর কংগ্রেস কর্পোরেটর যোগেন্দ্র চৌহান অভিযোগ করেছেন যে, রাস্তার কুকুরদের উত্পাত নিয়ে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও পুর কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি। তাঁর অভিযোগ, রাস্তার কুকুরদের নির্বীজকরণের পরিকল্পনা রুপায়ণে দুর্নীতিই এ ধরনের ঘটনার কারণ।
পুর কমিশনার বি বিজয় দত্ত বলেছেন, পরিকাঠামোর অভাই রাস্তার কুকুরদের উপদ্রব ঠেকানোর ক্ষেত্রে বাধা হয়ে উঠেছে। তিনি জানিয়েছেন, পরিকাঠামোর উন্নয়ণ করা হচ্ছে। তবে এই কাজে সময় লাগবে। কুকুরদের আশ্রয়স্থলগুলির নেটওয়ার্কের উন্নতির চেষ্টা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। কমিশনার আরও বলেছেন, কুকুরদের নির্বীজকরণের কাজে পশুপ্রেমীদের আপত্তির মুখে পড়তে হয়।