ম্যাঞ্চেস্টার: বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশের জন্য জরিমানা হল ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কার্লোস ব্রেথওয়েটের। ব্রেথওয়েট আইসিসি আচরণবিধির ২.৮ আর্টিকেল ধারা লঙ্ঘন করায় তাঁর ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। কোনও আন্তর্জাতিক ম্যাচে খেলোয়াড় ও খেলোয়াড়দের সহায়ক কর্মীদের আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ সংক্রান্ত ওই আর্টিকেল অনুযায়ী, ব্রেথওয়েটের শৃঙ্খলাজনিত রেকর্ডে একটি ডেমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে। ২০১৬-র সেপ্টেম্বরে সংশোধিত আচরণবিধি চালু হওয়ার ব্রেথওয়েটের রেকর্ডে দুটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হল।


ভারতের ইনিংসের ৪২ তম ওভারে তাঁর একটি বল ওয়াইড ডাকায় ব্রেথওয়েট প্রতিবাদ করেন। নিজের ভুল স্বীকার করে আইসিসি ম্যাচ রেফারিদের আইসিসি এলিট প্যানেলের ক্রিস ব্রডের প্রস্তাবিত সাজা গ্রহণ করে নিয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। তাই এক্ষেত্রে আনুষ্ঠানিক কোনও শুনানির প্রয়োজন হয়নি।

দুই অনফিল্ড আম্পায়ার রিচার্ড কেলেটবোরো, রিচার্ড ইলিংওয়ার্থ ও তৃতীয় আম্পায়ার মাইকেল গাফ এবং চতুর্থ অফিসিয়াল আলিম দার ব্রেথওয়েটের বিরুদ্ধে অভিযোগ করেন।