কলকাতা: মাদককাণ্ডে নয়া মোড়। গ্রেফতার হলেন বিজেপি নেতা রাকেশ সিংহ। পূর্ব বর্ধমানের গলসি থেকে গ্রেফতার করা হয় তাঁকে। মাদকযোগে আগেই গ্রেফতার হয়েছিলেন পামেলা গোস্বামী (Pamela Goswami)। তিনিই অভিযোগ করেছিলেন তাঁকে ফাঁসিয়েছেন কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ট বিজেপি নেতা রাকেশ সিংহ।
প্রথমে জানা গিয়েছিল রাকেশ সিংহ দিল্লিতে রয়েছেন। তবে জিজ্ঞাসাবাদের সময় পুলিশ জানতে পারে রাজ্যেই রয়েছেন তিনি। কোনও হাইওয়ের ধারেপাশে রয়েছেন তিনি, জানা যায় সেটাও।
তারপর রাকেশ সিংহের (Rakesh Singh) মোবাইল টাওয়ার লোকেশান ট্র্যাক করতে শুরু করে পুলিশ। শুরু হয় বর্ধমানের হাইওয়ের ধারে নাকা-চেকিং। তারপরই একটি গাড়িতে গলসি পেরোনো রাকেশ সিংহকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ। আপাতত তাঁকে নিয়ে আসা হচ্ছে কলকাতার পথে।
আজ দুপুর থেকে প্রায় ৫ ঘণ্টা ধরে চলছিল টানাপোড়েন। যা কার্যত নাটকের পর্যায়ে পৌঁছে গিয়েছিল একসময়। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে প্রথমে তলব করেছিল কলকাতা পুলিশ। কিন্তু হাজিরা এড়ানোর পরে তাঁর বাড়িতে পৌঁছয় পুলিশ। যেখানে পুলিশের পথ আটকে দাঁড়ান রাকেশ সিংহের দুই ছেলে। দেখতে চান কাগজ। যার পরই দক্ষিণ কলকাতার পুরো বাড়ি ঘিরে ফেলে পুলিশ।
ঘণ্টা দুয়েক সেই অবস্থা চলার পর অবশ্য শেষমেশ বাড়িতে ঢোকে পুলিশ। দীর্ঘক্ষণ ধরে সেখানে তল্লাশি চালান কলকাতা পুলিশের নারকোটিক্স বিভাগে অফিসাররা। ছিলেন স্থানীয় অফিসাররা। তল্লাশির পরে পুলিশ আটক করেছিল রাকেশের দুই ছেলেকে।