কলকাতা : অষ্টমীর সন্ধেয় হঠাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে উপস্থিত সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড়। উদ্দেশ্য শারদ শুভেচ্ছা জানানো। রাজ্যের পরিস্থিতি নিয়েও কথা হয় বলে সূত্রের খবর। শনিবার বিকেল ৫টা ৫০ নাগাদ পাম অ্যাভিনিউয়ের বুদ্ধদেব ভট্টাচার্যের দু কামরার ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ায় রাজ্যপালের কনভয়। তাঁকে অভ্যর্থনা জানান বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ধনকড়। প্রায় ২৫ মিনিট সেখানে ছিলেন তিনি।
সেখানে গিয়ে ধনকড় বলেন, বুদ্ধদেব বাবু স্টেটসম্যান, রাজ্য নিয়ে কথা হয়েছে, অনেক কিছু জানলাম, অনেক কিছু বললাম।


দীর্ঘদিন ধরেই অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর স্বাস্থ্যের ব্যাপারেও খোঁজ খবর নেন রাজ্যপাল। ধনকড় তাঁর সঙ্গে দেখা করে বলেন, আগের চেয়ে ভাল আছেন, তবে শ্বাস-প্রশ্বাসের সমস্যা আছে। অক্সিজেন লাগছে। চোখের সমস্যাও রয়েছে।

বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার কিছুদিন পর, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর সঙ্গে দেখা করেছিলেন জগদীপ ধনকড়। এবার শারদ-শুভেচ্ছা জানাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী সঙ্গে দেখা করলেন তিনি।