কোঝিকোড়: বিয়ের গয়না কেনার জন্য বরাদ্দ ১ লাখ টাকা কেরলের বন্যাপীড়িতদের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিলেন কোঝিকোড়ের ভাটাকারার বাসিন্দা কনে। অমৃতা এস বেনু নামে ওই মহিলার বিয়ে ১৫ সেপ্টেম্বর। বেঙ্গালুরুর একটি বেসরকারি সংস্থায় কনটেন্ট রাইটার পদে কর্মরত অমৃতা বলেছেন, গয়নায় সাজার বাসনা নেই। একদিন গয়নায় সাজার চেয়ে বরং অসহায় মানুষের প্রয়োজনে টাকাটা কাজে লাগানো শ্রেয় বলে মনে করেছি। ঠিক করলাম, সেই অর্থ ওদের জন্য দেব। টিভির পর্দায় কেরলের বন্যায় সর্বস্ব হারানোর মানুষের কষ্ট দেখে নিজের ক্ষুদ্র সঙ্গতি দিয়ে তাঁদের পাশে থাকার সিদ্ধান্ত নেন অমৃতা। বলেন, বিয়েতে গয়না পরব না। হবু স্বামীকে তাঁর সিদ্ধান্ত জানিয়েছেন, শ্বশুরবাড়িরও তা ‘পূর্ণ সমর্থন করেছেন’ বলে জানান তিনি।
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য ১ লাখ টাকার ডিমান্ড ড্রাফট তাঁরা স্থানীয় সিপিএম নেতাদের হাতে তুলে দিয়েছেন বলে জানিয়েছেন অমৃতার বাবা কে কে বেনু।
অতিবর্ষণ, বন্যায় নজিরবিহীন ক্ষয়ক্ষতি হওয়া কেরলে অমৃতার মতোই দৃষ্টান্ত তৈরি করেছেন অনেকে। সম্প্রতি কাসারাগোড়ের এক নবদম্পতি বিয়ের আসরেই ৬০ হাজার টাকার দুটি সোনার বালা ত্রাণ তহবিলে দান করে। এমনকী তামিলনাড়ুর ৬ বছরের একটি মেয়েও উপহার কেনার জন্য নিজের জমানো অর্থ দান করেছে বন্যাত্রাণে।