সদ্যপ্রয়াত বাজপেয়ীর আগামী জন্মবার্ষিকীর আগেই নামবদল পর্ব সম্পন্ন হয়ে যাবে।
মুখ্যমন্ত্রী কেজরীবাল রামলীলা ময়দানের নাম বাজপেয়ীর নামে করার চেষ্টার জন্য বিজেপিকে একহাত নিয়ে বলেছেন, রামলীলার নাম অটলবিহারী বাজপেয়ীর নামে করে বিজেপি ভোট পাবে না। বরং ওরা প্রধানমন্ত্রীর নামটাই বদলে ফেলুক, কেননা ওনার নামে লোকে আর ভোট দিচ্ছে না।
পাশাপাশি আপ নেত্রী অলকা লাম্বার বিজেপিকে প্রশ্ন, অটলবিহারী বাজপেয়ী রামের চেয়েও বড় নাকি! তিনি ট্যুইট করেছেন, ভগবান রাম না অটলজি, কার নামে আপত্তি করবে, ভক্তরা বুঝতে পারছে না।
যদিও বিজেপির দিল্লি শাখার প্রধান মনোজ তেওয়ারি রামলীলা ময়দানের নাম বদলের ভাবনার খবর উড়িয়ে দিয়েছেন। নাম বদলাচ্ছে না বলে জানিয়ে দিয়েছেন তিনি। ভিডিও বার্তায় তিনি বলেছেন, কিছু লোক বলে বেড়াচ্ছে, রামলীলা ময়দানের নাম বদলে যাবে। এটা কিছু রাজনীতিকের ভুলভাল মানসিকতা ছাড়া কিছুই নয়। ভগবান রাম সবারই শ্রদ্ধেয়।
প্রসঙ্গত, সুবক্তা বলে পরিচিত বাজপেয়ী তাঁর সুদীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে রামলীলা ময়দানে বেশ কয়েকবার ভাষণ দিয়েছেন। কাতারে কাতারে মানুষ সেখানে ছুটতেন তাঁর ভাষণ শুনতে।