নয়াদিল্লি: দিল্লির রামলীলা ময়দানের নাম বদলে প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে রাখার উদ্যোগে তীব্র আপত্তি ক্ষমতাসীন আমআদমি পার্টি (আপ) সরকারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের। সংবাদ মাধ্যমে প্রকাশ, বিজেপি শাসিত উত্তর দিল্লি পুরসভা রামলীলা ময়দানের নাম পাল্টে বাজপেয়ীর নামে করার প্রস্তাব দিয়েছেন। এই নয়া নামকরণের উদ্যোগে সায় দিয়েছেন কয়েকজন বিজেপি কাউন্সিলরও। দিল্লি বিজেপির নেতা আশিস সুদ এবিপি আনন্দকে জানিয়েছেন, ৩০ আগস্ট উত্তর দিল্লি পুরসভার বৈঠকে প্রস্তাবের ওপর আলোচনা হতে পারে। এনডিএমসি-র মেয়র রবিন্দর গুপ্তাও আশা প্রকাশ করেছেন যে, রামলীলা ময়দানের নাম বদলের প্রক্রিয়ায় কোনও বাধা আসবে না এবং
সদ্যপ্রয়াত বাজপেয়ীর আগামী জন্মবার্ষিকীর আগেই নামবদল পর্ব সম্পন্ন হয়ে যাবে।
মুখ্যমন্ত্রী কেজরীবাল রামলীলা ময়দানের নাম বাজপেয়ীর নামে করার চেষ্টার জন্য বিজেপিকে একহাত নিয়ে বলেছেন, রামলীলার নাম অটলবিহারী বাজপেয়ীর নামে করে বিজেপি ভোট পাবে না। বরং ওরা প্রধানমন্ত্রীর নামটাই বদলে ফেলুক, কেননা ওনার নামে লোকে আর ভোট দিচ্ছে না।



পাশাপাশি আপ নেত্রী অলকা লাম্বার বিজেপিকে প্রশ্ন, অটলবিহারী বাজপেয়ী রামের চেয়েও বড় নাকি! তিনি ট্যুইট করেছেন, ভগবান রাম না অটলজি, কার নামে আপত্তি করবে, ভক্তরা বুঝতে পারছে না।




যদিও বিজেপির দিল্লি শাখার প্রধান মনোজ তেওয়ারি রামলীলা ময়দানের নাম বদলের ভাবনার খবর উড়িয়ে দিয়েছেন। নাম বদলাচ্ছে না বলে জানিয়ে দিয়েছেন তিনি। ভিডিও বার্তায় তিনি বলেছেন, কিছু লোক বলে বেড়াচ্ছে, রামলীলা ময়দানের নাম বদলে যাবে। এটা কিছু রাজনীতিকের ভুলভাল মানসিকতা ছাড়া কিছুই নয়। ভগবান রাম সবারই শ্রদ্ধেয়।

প্রসঙ্গত, সুবক্তা বলে পরিচিত বাজপেয়ী তাঁর সুদীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে রামলীলা ময়দানে বেশ কয়েকবার ভাষণ দিয়েছেন। কাতারে কাতারে মানুষ সেখানে ছুটতেন তাঁর ভাষণ শুনতে।