চণ্ডীগড়: প্রয়াত ‘বর্ডার’-এর আসল নায়ক ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) কুলদীপ সিংহ চন্দপুরী। বয়স হয়েছিল ৭৮ বছর। মোহালির একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর ক্যান্সার হয়েছিল। তাঁর স্ত্রী ও তিন সন্তান বর্তমান। সোমবার পূর্ণ সামরিক মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।


১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় লঙ্গেওয়ালার লড়াইয়ের নায়ক কুলদীপ। এই লড়াই অবলম্বনেই ‘বর্ডার’ ছবি তৈরি হয়। রাজস্থানের থর মরুভূমিতে এক রাতে অল্প কয়েকজন সেনা জওয়ানকে নিয়ে পাকিস্তানের হামলা প্রতিরোধ করেন কুলদীপ। বীরত্বের জন্য তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান মহাবীর চক্র পান।

১৯৬৩ সালে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি থেকে সসম্মানে উত্তীর্ণ হয়ে পঞ্জাব রেজিমেন্টের ২৩ নম্বর ব্যাটলিয়নে যোগ দেন কুলদীপ। ১৯৬৫ সালের যুদ্ধেও তিনি লড়াই করেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ।