মোদী, অমিত শাহ বিরোধীহীন ভারত গড়ে তোলার চেষ্টা চালাচ্ছেন, তোপ টিডিপি-র
Web Desk, ABP Ananda | 17 Nov 2018 06:54 PM (IST)
অমরাবতী: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহ অন্য দলগুলিকে শেষ করে দিয়ে বিরোধীহীন ভারত গড়ে তোলার চেষ্টা চালাচ্ছেন। এমনই অভিযোগ করলেন তেলুগু দেশম পার্টির (টিডিপি) পলিটব্যুরো সদস্য তথা অন্ধ্রপ্রদেশের অর্থমন্ত্রী ইয়ানামালা রামকৃষ্ণুডু। তিনি বলেছেন, ‘গণতন্ত্রকে রক্ষা করা টিডিপি-র লক্ষ্য। বিজেপি-কে ২০১৯-এ ক্ষমতা ধরে রাখা থেকে ঠেকানোর দায়িত্ব সবার।’ বিভিন্ন জায়গার নাম বদল নিয়েও বিজেপি-কে তোপ দেগেছেন রামকৃষ্ণুডু। তিনি এটিকে ‘তুঘলকি কাণ্ড’ আখ্যা দিয়েছেন। যদিও বিজেপি-র পথে হেঁটেই চন্দ্রবাবু নাইডু সরকার কয়েকটি জায়গা এবং বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবার নাম বদল করেছে। এনডিএ থেকে বেরিয়ে আসার পর নিয়মিত বিজেপি ও মোদীর বিরুদ্ধে তোপ দাগছেন চন্দ্রবাবু। তিনি আগামী লোকসভা নির্বাচনের আগে বিজেপি-বিরোধী জোট গড়ার উদ্যোগ নিচ্ছেন। গতকালই কেন্দ্রের সঙ্গে সংঘাত চরম পর্যায়ে নিয়ে গিয়ে অন্ধ্রপ্রদেশে বিনা অনুমতিতে সিবিআই তদন্তের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন চন্দ্রবাবু। এবার তাঁর দল ও মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সরাসরি প্রধানমন্ত্রী ও বিজেপি সভাপতিকে তোপ দাগলেন।