নয়াদিল্লি: কর ফাঁকির অভিযোগে ভোপালে দৈনিক সংবাদপত্র দৈনিক ভাস্করের অফিসে হানা দিলেন আয়কর দফতরের অফিসাররা। আজ সকাল থেকে দৈনিক ভাস্করের একাধিক অফিসে আয়কর দফতরের অভিযান চলে। সংবাদপত্রের মালিকের বাড়িতেও চলে তল্লাশি।ভাস্করের নয়ডা, জয়পুর,আমেদাবাদের অফিসেও আয়কর বিভাগ হানা দেয়। 


দৈনিক ভাস্কর গ্রুপের বিরুদ্ধে আয়কর বিভাগের ওই অভিযান চলে। মালিকের বাড়ি ও সংস্থার একাধিক অফিস সহ বিভিন্ন জায়গায় কর ফাঁকির অভিযোগের মামলায় তল্লাশি চালায় আয়কর বিভাগ। এমনই জানিয়েছে সংবাদসংস্থা। 


প্রাথমিকভাবে পাওয়া খবর অনুযায়ী, এটি আয়কর বিভাগের বড়সড় অভিযান। আর এনফোর্সমেন্ট বিভাগের সঙ্গেও যৌথভাবে এই অভিযান বলে কোনও কোনও মহল সূত্রে জানা গেছে। ভাস্করের অফিসে উপস্থিত সমস্ত কর্মীদের ফোনগুলি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। কাউকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না। 


এই আয়কর অভিযান নিয়ে সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধীরা। এ ব্যাপারে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেছে বিরোধী দলগুলি। দৈনিক ভাস্করের অফিসে আয়কর দফতরের হানার নিন্দা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে মুখ্যমন্ত্রী লেখেন, এটা সাংবাদিক এবং সংবাদমাধ্যমের ওপর আক্রমণ। গণতন্ত্রের কণ্ঠরোধ করার আরও একটি নিষ্ঠুর উপায়। অতিমারীর সময় দেশ যে সঙ্কটের ভিতর দিয়ে গেছে দৈনিক ভাস্কর সাহসের সঙ্গে সেইসব ঘটনা তাদের প্রতিবেদনে তুলে ধরেছে। সত্যকে প্রকাশ্যে আনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের কণ্ঠরোধ করার এই চেষ্টার আমি নিন্দা করছি। এটা গণতন্ত্রের মূল নীতির বিরোধী। সংবাদমাধ্যমের কাছে শক্তভাবে এই পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানাই। আমরা সবাই মিলে একনায়তন্ত্রকে রুখব। 


কংগ্রেস-শাসিত ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ট্যুইট করেন, যা হওয়ার ছিল তাই হয়েছে। কথায় আছে, সুশাসন বজায় থাকলে ন্যায়ের পূর্বাভাস মেলে। কিন্তু এখন সবাই ধরে নিয়েছে যে অন্যায় হবে।


দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরীবাল এই অভিযান সংবাদমাধ্যমকে ভয় দেখানোর জন্য বলে অভিযোগ করেছেন। তাঁর ট্যুইট, সংবাদমাধ্যমকে ভয় দেখাতেই এই আয়কর অভিযান। এক্ষেত্রে বার্তা পরিষ্কার- বিজেপি সরকারের বিরুদ্ধে কথা বললে পার পাওয়া যাবে না। এটা খুবই ভয়ঙ্কর চিন্তাভাবনা। এর বিরুদ্ধে প্রত্যেকের প্রতিবাদ জানানো উচিত।এ ধরনের অভিযান অবিলম্বে বন্ধ হওয়া উচিত। সংবাদমাধ্যমকে অবাধভাবে কাজ করতে দেওয়া উচিত। 


এই ঘটনায় কেন্দ্রকে কটাক্ষ করে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার ট্যুইট বলেছে, রেড-জীবীজি। ‘রেড-রাজে’র মাধ্যমে সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা যাবে না। 


নিন্দা করেছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহও। তিনি বলেছেন, সাংবাদিকতার ওপর মোদি-শাহর আক্রমণ! মোদি-শাহর একমাত্র অস্ত্র আইটি, ইডি,সিবিআই!


ভাস্কর গ্রুপ ছাড়াও আয়কর বিভাগ ভারত সমাচার খবরের চ্যানেল ও এর মালিক ও এডিটর-ইন-চিফের অফিসেও তল্লাশি চালিয়েছে বলে খবর। বিভিন্ন অফিস ও মালিকদের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে বলে খবর।