ব্যাঙ্গালোর:  কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার সিদ্ধান্ত  বিএস ইয়েদুরাপ্পার। মধ্যাহ্নভোজের পর দুপুরেই যাবেন রাজ্যপালের কাছে। এরপর রাজ্যপালের হাতে পদত্যাগপত্র তুলে দেবেন তিনি। ২ বছরের মেয়াদ শেষে ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।  মুখ্যমন্ত্রী হতে পারেন লিঙ্গায়েত নেতা মুরুগেশ নিরানি।


ইয়েদুরাপ্পা বলেছেন, আমি ইস্তফার সিদ্ধান্ত নিয়েছি। দুপুরে রাজ্যপালের সঙ্গে দেখা করব।


কর্ণাটকে বর্তমান ইয়েদুরাপ্পা সরকারের দু বছর পূর্ণ হয়েছে। সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে ইয়েদুরাপ্পাকে বিজেপি হাইকমান্ডের কাছে মাথা নোয়াতে হল। পরবর্তী মুখ্যমন্ত্রী পদের দৌড়ে মুরুগেশ নিরানি রয়েছেন। এ ব্যাপারে সিদ্ধান্ত আজ সন্ধের মধ্যেই হয়ে যেতে পারে। এমনই খবর সূত্রের। কর্ণাটক সরকারের দুই মন্ত্রী মুরুগেশ ও মুকুন্দ দিল্লিতে পৌঁছেছেন। মুরুগেশ লিঙ্গায়েত নেতা। তিনি টানা তিনবার বগালকোট আসন থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। যদিও জানা গেছে, ইয়েদুরাপ্পা পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোম্বাইয়ের পক্ষে রয়েছেন। যদিও কেন্দ্রীয় নেতৃত্বে মুরুগেশ নিরানি বা প্রহ্লাদ জোশীর মধ্যে কোনও একজনকে মুখ্যমন্ত্রী পদে বসাতে আগ্রহী। দৌড়ে এগিয়ে মুরুগেশ নিরানিই। তিনি আরএসএস ঘনিষ্ঠ ও লিঙ্গায়েত নেতা। 


২০২৩-এ কর্ণাটকে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হলেও সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কংগ্রেস ও জেডিএস মিলে জোট সরকার গঠন করেছিল। মুখ্যমন্ত্রী হয়েছিলেন কুমারস্বামী। কিন্তু দলবদলের জেরে কংগ্রেস-জেডিএস সরকার সংখ্যাগরিষ্ঠতা হারায়। সরকার গঠন করে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিএস ইয়েদুরাপ্পা।


গত শনিবারই বিজেপি সভাপতি জেপি নাড্ডা কর্ণাটকে ইয়েদুরাপ্পার শাসনের প্রশংসা করেছিলেন। সেইসঙ্গে ইঙ্গিত দিয়েছিলেন যে, ইয়েদুরাপ্পা পদত্যাগ করতে চলেছেন।


ইয়েদুরাপ্পা ট্যুইট করে জানিয়েছেন, গত দুই বছর ধরে রাজ্যের সেবা করতে পেরে সম্মানিত বোধ করছি। আমি কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে ইস্তফার সিদ্ধান্ত নিয়েছি।  রাজ্যের মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য জনগনকে আমি বিনম্রভাবে ধন্যবাদ জানাচ্ছি।


উল্লেখ্য, বিগত কয়েকটি উপনির্বাচনে কর্ণাটকে বিজেপির ফল ভালো হয়নি।ইয়েদুরাপ্পার জনপ্রিয়তার ভাঁটার টানও কয়েকটি সমীক্ষায় উঠে এসেছিল বলে সূত্রের খবর। এ জন্য কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।