নয়াদিল্লি: ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে যোগ দেওয়া প্রাক্তন সেনা জওয়ানদের সম্মান জানাতে  রিলে রেসের আয়োজন করল বিএসএফ। রবিবার মধ্যরাতে বিএসএফ জওয়ানরা ১৮০ কিমি রিলে রেসে যোগ দেন। বিএসএফ সূত্রে খবর, এই রিলে রেসে প্রায় ৫০০ জন জওয়ান ও অফিসার যোগ দেন। প্রত্যেকে ৪০০ থেকে ৫০০ মিটার ছোটেন। ১১ ঘণ্টারও কম সময়ে ১৮০ কিমি রিলের রেস শেষ হয়।

রাজস্থানের বিকানের অঞ্চলে আন্তর্জাতিক সীমান্তে এই রিলে রেসের সূচনা করেন ডিআইজি পুষ্পেন্দ্র সিংহ। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত। বিএসএফ জওয়ান ও অফিসাররা ১৯৭১-এর যুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সীমান্তের ওপারে পাকিস্তানের উদ্দেশেও বার্তা দেন। এই দৌড় শেষ হয় অনুপগড়ের এপিজে আবদুল কালাম স্টেডিয়ামে।

১৯৭১ সালে ভারত-পাকিস্তানের যুদ্ধ শুরু হয় ৩ ডিসেম্বর। লড়াই শেষ হয় ১৬ ডিসেম্বর। এই যুদ্ধে ভারতের সেনা জওয়ানরা অসাধারণ বীরত্বের পরিচয় দেন। পাকিস্তানের সেনাবাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ভারতীয় সেনার ইতিহাসে ১৯৭১ সালের যুদ্ধ অন্যতম স্মরণীয়। এবার এই যুদ্ধজয়ের ৫০ বছর পূর্ণ হচ্ছে। ফলে এ বছর ভারতীয় সেনার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ।