নয়াদিল্লি: রাষ্ট্রায়ত্ত্ব টেলিকম সংস্থার পুনরুজ্জীবনের লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)-এর সঙ্গে মহানগর টেলিফোন নিগম লিমিটেডের (এমটিএনএল) সংযুক্তিকরণের প্রস্তাবে সবুজ সঙ্কেত দিল বুধবার। সরকারের বক্তব্য, বেসরকারি টেলিকম সংস্থাগুলির সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় এঁটে উঠতে না পেরে সাম্প্রতিক বছরগুলিতে পরপর লোকসান হয়েছে দুটি সংস্থায়। সেই প্রেক্ষাপটেই এই সংযুক্তিকরণের পদক্ষেপ। আজ সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানান, এমটিএনএল, বিএসএনএল-কে বন্ধ বা বিলগ্নিকরণ, কোনওটাই করা হচ্ছে না। সরকার দুটি সংস্থাকে জুড়ে দিচ্ছে। দুটি লোকসানে চলা টেলিকম সংস্থার পুনরুজ্জীবনে ২৯,৯৩৭ কোটি টাকার প্যাকেজ অনুমোদন করেছে কেন্দ্রীয় ক্যাবিনেট। এই প্যাকেজে আগামী ৪ বছরে বাজারে বন্ড ছেড়ে ১৫ হাজার কোটি টাকা তোলা ও ৩৮ হাজার কোটি টাকার সম্পত্তি থেকে অর্থ আয়ের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
রবিশঙ্কর জানান, ব্যয় সঙ্কোচের লক্ষ্যে কর্মীদের আকর্ষণীয় স্বেচ্ছা অবসর প্রকল্পের (ভিআরসি) অফার দেওয়া হবে। সংযুক্তিকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া পর্যন্ত এমটিএনএল বিএসএনএলের অধীনস্থ সংস্থা হিসাবে চলবে বলেও জানান তিনি। প্রসাদ জানান, সাড়ে ৫৩ বছর বয়সে ভিআরএস নিলে চাকরির বাকি বছরগুলিতে বেতন, গ্র্যাচুইটি, পেনশনের ১২৫ শতাংশ পেআউট দেওয়া হবে কর্মীদের। কর্মীদের অর্ধেকই এই বয়সসীমার মধ্যে পড়ছেন বলেও জানান তিনি।
বিএসএনএল-এমটিএনএল মিশে যাচ্ছে, পুনরুজ্জীবনে ২৯,৯৩৭ কোটি টাকার প্যাকেজ, ঘোষণা রবিশঙ্কর প্রসাদের
Web Desk, ABP Ananda
Updated at:
23 Oct 2019 06:02 PM (IST)
রবিশঙ্কর জানান, ব্যয় সঙ্কোচের লক্ষ্যে কর্মীদের আকর্ষণীয় স্বেচ্ছা অবসর প্রকল্পের (ভিআরসি) অফার দেওয়া হবে। সংযুক্তিকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া পর্যন্ত এমটিএনএল বিএসএনএলের অধীনস্থ সংস্থা হিসাবে চলবে বলেও জানান তিনি।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -