মুম্বই: যেভাবে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন, ঠিক সেভাবে বিসিসিআই-কেও নেতৃত্ব দেবেন। গায়ে টিম ব্লেজার চাপিয়ে বোর্ড সভাপতি হিসেবে প্রথম সাংবাদিক বৈঠকে এই বার্তাই দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
এদিন সৌরভ বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ডে সংস্কারের প্রয়োজন। যেভাবে ভারতকে নেতৃত্ব দিয়েছি, সেভাবে এখানেও দেব। এই মর্মে, স্বার্থের সংঘাতকে মাথায় রেখে বোর্ডকে সাজানো হবে বলেও জানিয়ে রাখলেন তিনি।
পাশাপাশি জানালেন, বর্তমান অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে আগামীকাল কথা বলবেন। সৌরভ বলেন, আগামীকাল বিরাটের সঙ্গে কথা বলব। ওঁর যা সাহায্য দরকার, করা হবে। আমি অধিনায়ক ছিলাম, জানি বিরাটই সবচেয়ে গুরুত্বপূর্ণ।





বর্তমান অধিনায়কের পাশাপাশি পূর্বসূরি মহেন্দ্র সিংহ ধোনির প্রসঙ্গও উঠল বৈঠকে। ধোনির ভবিষ্যৎ সংক্রান্ত প্রশ্নে সৌরভ বলেন, ‘ধোনির সাফল্য ভারতকে গর্বিত করেছে। চ্যাম্পিয়নরা কখনও শেষ হয় না। ধোনি কী করবেন, সেটা তাঁর সিদ্ধান্ত। একইসঙ্গে মনে করিয়ে দিলেন, সকলকে তিনি যোগ্য সম্মান দেবেন। বললেন, যতক্ষণ আমি আছি, সকলেই যোগ্য সম্মান পাবেন।





এছাড়া বললেন, আইসিসি-র কাছে অনেক টাকা বকেয়া আছে। ওই টাকা পেতে আলোচনা চালানো হবে। আসন্ন বাংলাদেশ দলের সফর নিয়ে এদিনও আশাবাদী শোনা গেল নবনিযুক্ত বিসিসিআই সভাপতিকে। বললেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে আসার সম্মতি জানিয়েছেন, তখন মনে হয় না সেদেশের ক্রিকেটাররা সফর বাতিল করবেন।
বুধবারই মুম্বইয়ে বোর্ডের সদর দফতরে বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সকাল ১১ টা নাগাদ বোর্ডের দায়িত্ব নেন তিনি। বোর্ডের অন্যান্য পদাধীকারী ও কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। ঘরোয়া ক্রিকেটের সমস্যা সমাধান থেকে নির্বাচন কমিটি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে।