রাঁচি: ঝাড়খণ্ডের ৪ বিরোধী বিধায়ক যোগ দিলেন গেরুয়া শিবিরে। তার মধ্যে ২জন কংগ্রেস থেকে, ১জন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার, অন্য ১জন নির্দল বিধায়ক।
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই দলবদল স্বাভাবিকভাবেই কপালে ভাঁজ ফেলেছে বিরোধীদের।
মুখ্যমন্ত্রী রঘুবর দাসের উপস্থিতিতে কংগ্রেস বিধায়ক সুখদেও ভগত ও মনোজ যাদব বিজেপিতে যোগ দেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার দলত্যাগী বিধায়কের নাম কুণাল সারঙ্গি। নির্দল বিধায়কের নাম ভানুপ্রতাপ শাহি।
ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতা জয়প্রকাশ ভাইয়েরও বিজেপিতে যোগ দেওয়ার কথা শোনা গিয়েছিল। কিন্তু শেষমেশ তিনি উপস্থিত হননি।
ঝাড়খণ্ডের প্রাক্তন ডিজি ডি কে পাণ্ডেও যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে, খবর বিজেপি সূত্রে।
ঝাড়খণ্ডের ৪ বিরোধী বিধায়ক গেরুয়া শিবিরে
Web Desk, ABP Ananda
Updated at:
23 Oct 2019 04:54 PM (IST)
ঝাড়খণ্ডের ৪ বিরোধী বিধায়ক যোগ দিলেন গেরুয়া শিবিরে। তার মধ্যে ২ জন কংগ্রেস থেকে, একজন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার, অন্য ১জন নির্দল বিধায়ক।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -