পটনা: আসন্ন লোকসভা নির্বাচনে বিহারে ৪০টি আসনেই লড়াই করবে বহুজন সমাজ পার্টি। আজ বিহারের দায়িত্বপ্রাপ্ত দলীয় নেতা লালজি মেধকর এই ঘোষণা করেছেন। তিনি আরও জানিয়েছেন, বৃহস্পতিবার নয়াদিল্লিতে দলের সব সম্ভাব্য প্রার্থী ও পদাধিকারীদের নিয়ে বৈঠক ডেকেছেন বসপা সুপ্রিমো মায়াবতী। তিনি দলীয় নেতাদের লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
রাষ্ট্রীয় জনতা দল, কংগ্রেস ও একাধিক বিজেপি-বিরোধী দল বিহারে একসঙ্গে লড়াই করার বিষয়ে আলোচনা চালাচ্ছে। সেই সময় বসপা-র এই সিদ্ধান্ত এনডিএ-বিরোধী জোটের পক্ষে বড় ধাক্কা। কী কারণে মায়াবতী বিহারে এককভাবে লড়াই করার সিদ্ধান্ত নিলেন, সে বিষয়ে কিছু বলতে চাননি মেধকর। তবে রাজনৈতিক মহলের ধারণা, কংগ্রেসের সঙ্গে জোট করতে নারাজ বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন বসপা সুপ্রিমো।
বিহারে ৪০টি আসনেই প্রার্থী দেবে বসপা
Web Desk, ABP Ananda
Updated at:
25 Feb 2019 08:34 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -