নয়াদিল্লি: আসনের জন্য কোনও জোটের কাছে ‘ভিক্ষে’র পরিবর্তে ভোটে একাই লড়বে বিএসপি। এমনই মন্তব্য করেছেন বিএসপি নেত্রী মায়াবতী। এর আগে গত সপ্তাহে তিন রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা বন্ধ করে দিয়েছিলেন তিনি। চাহিদা মতো আসন দিতে কংগ্রেস রাজি না হওয়ায় এই সিদ্ধান্ত নেন মায়াবতী। তাঁর এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এদিনের মন্তব্য অত্যন্ত তাত্পর্য্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
মায়াবতীকে উদ্ধৃত করে জারি বিএসপি-র বিবৃতিতে কংগ্রেস ও বিজেপির তীব্র সমালোচনা করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘দলিত, আদিবাসী, অনগ্রসর শ্রেণী, মুসলিম,অন্যান্য সংখ্যালঘু ও উচ্চবর্ণের দরিদ্রদের আত্মমর্যাদার সঙ্গে বিএসপি কখনও আপস করবে না। এই কারণেই মায়াবতী কোনও নির্বাচনী জোটে সামিল হওয়ার ক্ষেত্রে সম্মানজনক সংখ্যার আসন বরাদ্দের শর্তের কথা বলেছেন’।
বিবৃতি অনুযায়ী মায়াবতী বলেছেন, ‘এর স্পষ্ট অর্থ হল, বিএসপি কোনও জোটের কাছে আসন ভিক্ষে করবে না। সম্মানজনক আসন না মিললে বিএসপি নিজের শক্তিতেই ভোটে লড়াই করবে’।
বিএসপি-র প্রতিষ্ঠাতা কাঁসিরামের মৃত্যুবার্ষিকীতে মায়াবতী বলেছেন, কংগ্রেস বা বিজেপি কোনও দলই উচ্চবর্ণের গরিব ও বাকি সংখ্যাগরিষ্ঠের স্বার্থে কাজ করেনি।
একইসঙ্গে মায়াবতী বলেছেন, বিজেপি সরকারকে ক্ষমতাচ্যূত করার লক্ষ্যে বিএসপি কাজ করবে। বিজেপি সরকারকে জাতপাতদুষ্ট, সাম্প্রদায়িক, দাম্ভিক, বিদ্বেষপরায়ণ ও সংকীর্ণ মানসিকতাসম্পন্ন বলে তোপ দেগেছেন বিএসপি নেত্রী।
দলিত ও আদিবাসীদের ওপর অত্যাচার সংক্রান্ত আইনের পূর্ববর্তী কঠোর ধারা ফিরিয়ে আনার প্রতিবাদে উচ্চবর্ণভূক্ত গোষ্ঠীর বিক্ষোভ চলছে। এর পরিপ্রেক্ষিতে বিএসপি বলেছে, তাদের দল কোনও আইনের অপপ্রয়োগকে কখনও সমর্থন করেনি।
আসনের জন্য কোনও জোটের কাছে ‘ভিক্ষে’ নয়, ভোটে একাই লড়বে বিএসপি: মায়াবতী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Oct 2018 07:59 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -