নয়াদিল্লি: অন্তর্বর্তী বাজেটের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, এই বাজেট সমাজের সব শ্রেণিকে ছুঁয়েছে এবং সকলকে অন্তর্ভুক্ত করেছে। তাঁর দাবি, লোকসভা নির্বাচনের পর দেশের সমৃদ্ধি অর্জনের রাস্তা কী হতে চলেছে, তার একটা ছোট্ট ঝলকের দেখা মিলল এদিনের বাজেটে।
বাজেট নিয়ে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে মোদি জানান, মানুষের ক্ষমতায়ণ বাস্তবায়িত হবে। বাজেটে যে একাধিক প্রকল্পের ঘোষণা করা হয়েছে, তাতে সরকার তার নিজের লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে।





প্রধানমন্ত্রী বলেন, ১২ কোটির বেশি কৃষক, ৩ কোটির বেশি মধ্যবিত্ত পরিবার এবং অসংগঠিত ক্ষেত্রে যুক্ত প্রায় ৩০-৪০ কোটি কর্মী-শ্রমিক এই বাজেটের ফলে লাভবান হবেন। তিনি স্মরণ করিয়ে দেন, কেন্দ্রের ক্রমাগত প্রচেষ্টার ফলস্বরূপ দেশে দারিদ্র্য রেকর্ড হারে কমছে। প্রধানমন্ত্রী বলেন, নতুন ভারত গড়ার লক্ষ্যে দেশের ১৩০ কোটি নাগরিকের শ্রম এই বাজেটের ফলে যোগ্য মর্যাদা পাবে।