দেখা করার নামে ডেকে উত্যক্তকারীকে অপহরণের অভিযোগ মহিলা তথ্য-প্রযুক্তি কর্মীর বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Feb 2019 02:39 PM (IST)
হায়দরাবাদ: এক ব্যক্তিকে অপহরণের অভিযোগে এক মহিলা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। ওই ব্যক্তি সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে উত্যক্ত করতেন বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, পেশায় কাঠের মিস্ত্রি ওই ব্যক্তি বিগত কয়েকদিন ধরে ওই মহিলার মোবাইলে ফোন করে ও মেসেজ পাঠিয়ে উত্যক্ত করতেন বলে অভিযোগ। গোপালপুরম থানার পুলিশের এক আধিকারিক বলেছেন, ওই মহিলার এক বন্ধুর বাড়িতে কাঠের কাজ করছিলেন। সেই সময়ই ওই মহিলাকে তিনি প্রথম দেখেন।সেখান থেকেই মহিলার ফোন নম্বর পান তিনি। তারপর থেকেই ওই ব্যক্তি মহিলাকে ফোন করে, মেসেজ পাঠিয়ে উত্যক্ত করতে শুরু করেন। এরপরই ওই মহিলা পুলিশের কাছে অভিযোগ দায়ের না করেই ওই ব্যক্তিকে সমুচিত সবক শেখানোর পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী মহিলা ও তাঁর পাঁচ বন্ধু ওই ব্যক্তিকে সেকেন্দ্রাবাদে একটি কলেজের সামনে এসে দেখা করতে ডাকেন। সেইমতো ওই ব্যক্তি সেখানে যান। এরপর ওই মহিলা ও তাঁর বন্ধুরা তাঁকে প্রথমে মারধর করেন বলে অভিযোগ। এরপর তাঁকে বাইকে চাপিয়ে মালকাজগিরি এলাকায় একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে ফের মারধর করা হয়। কোনওভাবে সেখান থেকে পালিয়ে এসে ওই ব্যক্তি চোট-আঘাত নিয়ে সরকারি হাসপাতালে ভর্তি হন। চিকিত্সকরা পুলিশকে খবর দেন। পুলিশ ওই ব্যক্তির বয়ান সংগ্রহ করে। এরপর ওই মহিলা ও তাঁর বন্ধুদের বিরুদ্ধে অপহরণ ও খুনের চেষ্টার মামলা দায়ের করে পুলিশ এবং তদন্তের জন্য তাঁদের হেফাজতেও নেওয়া হয়।