নয়াদিল্লি: ১ ফেব্রুয়ারি ২০২১-২২ অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেটের প্রস্তুতি জোরকদমে চলছে। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে বিধানসভা ভোট। ফলে এবারের বাজেটে এই রাজ্যগুলির জন্য বিশেষ কোনও প্রকল্পের কথা ঘোষণা করা হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবার বাংলায় ক্ষমতা দখল করার জন্য ঝাঁপিয়েছে বিজেপি। ফলে বাজেটে বাংলার জন্য আলাদা কোনও ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী।

গত বাজেটের পরেই দেশে লকডাউন জারি হয়। গোটা বছরটাই কেটেছে করোনা অতিমারীর আবহে। লকডাউনে ব্যবসা-বাণিজ্যের প্রচুর ক্ষতি হয়েছে। দেশের আর্থিক অবস্থার হাল ফেরানোর লক্ষ্যে গত বছরই বিশেষ প্যাকেজের কথা ঘোষণা করেছিলেন নির্মলা। এবার বাজেটেও তিনি অর্থনীতিকে চাঙা করার জন্য নানা ঘোষণা করতে পারেন বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ হওয়া অতীতে নিয়ে নানা আকর্ষণীয় ঘটনা ঘটেছে। একনজরে দেখে নেওয়া যাক সেই ঘটনাগুলি-

  • ভারতের প্রথম বাজেট পেশ হয় ১৮৬০ সালে। সেই বাজেট পেশ করেছিলেন স্কটল্যান্ডের অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ জেমস উইলসন।

  • স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ হয় ১৯৪৭ সালের ২৬ নভেম্বর। সেই বাজেট পেশ করেছিলেন আর কে শন্মুখন চেট্টি।

  • স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে বাজেট পেশ করেছিলেন জওহরলাল নেহরু। তিনি ১৯৫৮ থেকে ১৯৫৯ পর্যন্ত অর্থমন্ত্রকের দায়িত্বও সামলেছিলেন।

  • কেন্দ্রীয় সরকারের বাজেট একবার পেশ হওয়ার আগেই ফাঁস হয়ে গিয়েছিল! ১৯৫০ পর্যন্ত রাষ্ট্রপতি ভবনে ছাপা হত কেন্দ্রীয় সরকারের বাজেট। সেখান থেকেই একবার ফাঁস হয়ে যায় বাজেট। এরপর অন্য ব্যবস্থা করে কেন্দ্র। দিল্লির মিন্টো রোডে সরকারি ছাপাখানায় বাজেট সংক্রান্ত বিষয়বস্তু ছাপার ব্যবস্থা করা হয়। ১৯৮০ সালে নর্থ ব্লকে একটি সরকারি ছাপাখানা তৈরি করা হয়।

  • ১৯৫৫ পর্যন্ত কেন্দ্রীয় বাজেট পেশ হত ইংরাজিতে। তারপর কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার হিন্দি ও ইংরাজিতে বাজেটের বক্তব্য ছাপার সিদ্ধান্ত নেয়।

  • সবচেয়ে বেশিবার বাজেট পেশ করেন মোরাজজি দেশাই। তিনি ১০বার বাজেট পেশ করেন। ১৯৬২ থেকে ১৯৬৯ পর্যন্ত তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন।

  • ১৯৭৩-৭৪ অর্থবর্ষের বাজেটকে ‘কালো বাজেট’ হিসেবে চিহ্নিত করা হয়। সেই সময় বাজেট ঘাটতি ছিল ৫৫০ কোটি টাকা।

  • ২০০০ পর্যন্ত ফেব্রুয়ারির শেষ কাজের দিন বিকেল পাঁচটায় বাজেট পেশ করতেন অর্থমন্ত্রীরা। ২০০১ থেকে সকাল ১১টায় বাজেট পেশ করা শুরু হয়। ২০০১-০২ অর্থবর্ষের বাজেট পেশ করেন তৎকালীন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা।

  • সবচেয়ে দীর্ঘ বাজেট বক্তৃতা দেন প্রয়াত অরুণ জেটলি। তিনি ২০১৪ সালে আড়াই ঘণ্টা ধরে বাজেট পেশ করেন।

  • ২০১৯ সালে দেশের দ্বিতীয় মহিলা অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করেন নির্মলা। তাঁর আগে দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করেছিলেন ইন্দিরা গাঁধী। তিনি ১৯৭০-৭১ সালে অর্থমন্ত্রকের দায়িত্ব নিজের হাতে রেখেছিলেন।

  • এবারের বাজেট অধিবেশন শুরু হচ্ছে ২৯ জানুয়ারি থেকে।