নয়াদিল্লি: শাস্ত্রী ভবনে আগুন লাগা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁচা দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তাঁর ট্যুইট, ‘মোদিজি, ফাইল পোড়ালেও আপনি রেহাই পাবেন না। আপনার বিচারের দিন এগিয়ে আসছে।’



আজ বিকেলে শাস্ত্রী ভবনে আগুন লাগে। এই ভবনে আইনমন্ত্রক, তথ্য ও সম্প্রচার মন্ত্রক, কর্পোরেট বিষয়ক মন্ত্রক, রাসায়নিক ও পেট্রোকেমিক্যাল মন্ত্রক ও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক অবস্থিত। এই গুরুত্বপূর্ণ ভবনে আগুন লাগার পরেই ছুটে যায় দমকলের সাতটি ইঞ্জিন। কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।