কর্ণী সেনা এর আগে সঞ্জয় লীলা বনশালীর ছবি পদ্মাবত-এর বিরুদ্ধে তুমুল আন্দোলন করে। এ বছরের শুরুতে মণিকর্ণিকা নির্মাতাদেরও হুমকি দেয় তারা। বোরখায় হলে নিষেধাজ্ঞা হোক ঘোমটাতেও, দাবি জাভেদ আখতারের, ক্ষমা না চাইলে পরিণাম ভুগতে হবে, হুমকি কর্ণী সেনার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 May 2019 11:42 AM (IST)
ঘোমটা নিষিদ্ধ করার দাবি জাভেদ আখতারের। ক্ষমা না চাইলে ভুগতে হবে, হুমকি কর্ণী সেনার।
মুম্বই: ঘোমটা নিষিদ্ধ করার দাবি করায় গীতিকার জাভেদ আখতারকে হুমকি দিয়েছে রাজস্থানের রাজপুত কর্ণী সেনার একটি শাখা। শিবসেনা শ্রীলঙ্কার মত এ দেশেও বোরখা নিষিদ্ধ করার দাবি করায় জাভেদ বলেন, তাহলে ঘোমটাও নিষিদ্ধ করা হোক। এই প্রেক্ষিতে কর্ণী সেনার এই হুঁশিয়ারি। শিবসেনা-র মুখপত্র সামনায় বলা হয়েছে, সিরিয়াল বিস্ফোরণের জেরে শ্রীলঙ্কা সে দেশে যেভাবে বোরখা নিষিদ্ধ করেছে, সেই একইভাবে ভারতেও বোরখা নিষিদ্ধ করা হোক। এ নিয়ে জাভেদ বলেন, যদি এ দেশে বোরখা নিষিদ্ধ করার আইন আনতে চাওয়া হয় তাতে তাঁর কোনও আপত্তি নেই। কিন্তু তাহলে শেষ পর্যায়ের লোকসভা ভোটের আগে রাজস্থান সরকারের সে রাজ্যে ঘোমটা প্রথাও নিষিদ্ধ করা উচিত। এতেই চটেছে কর্ণী সেনা। তাদের মহারাষ্ট্র শাখার অধ্যক্ষ জীবন সিংহ সোলাঙ্কি চিঠি লিখে বলেছেন, বোরখা সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত। জাভেদ আখতারকে তিন দিনের মধ্যে মাফ চাইতে হবে না হলে পরিণাম ভুগতে হবে। চিঠির সঙ্গে তিনি পাঠিয়েছেন একটি ভিডিও রেকর্ডিং, তাতে বলা হয়েছে, ক্ষমা না চাইলে জাভেদের বাড়িতে ঢুকে যা করার করবেন তাঁরা। জাভেদ অবশ্য টুইট করে বলেছেন, তাঁর বক্তব্য ভুলভাবে পেশ করার চেষ্টা চলছে। তিনি বলেছেন, হতে পারে, শ্রীলঙ্কায় নিরাপত্তা সংক্রান্ত কারণে বোরখা নিষিদ্ধ হয়েছে কিন্তু বাস্তবে নারীমুক্তির জন্যই এই সিদ্ধান্ত জরুরি। মুখ ঢাকা বন্ধ করা উচিত, সে তা বোরখাই হোক বা ঘোমটা।