পানিপথ: চলন্ত বাসেই চালক হৃদরোগে আক্রান্ত হওয়ায় মারাত্মক দুর্ঘটনা ঘটল হরিয়ানার পানিপথে। বাসটি একটি পুকুরে গিয়ে পড়ে। এই দুর্ঘটনায় বাসটির চালক সহ দু’জনের মৃত্যু হয়েছে এবং ১৪ জন আহত হয়েছেন।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ দুপুরে এই দুর্ঘটনা ঘটে পানিপথের কৃপাল আশ্রমের কাছে। বেসরকারি বাসটি বরসাত অঞ্চলের দিকে থেকে আসছিল। বাসটিতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। ভিতরে জায়গা না হওয়ায় অনেকে বাসের ছাদেও বসেছিলেন। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি পুকুরে গিয়ে পড়ে। দুর্ঘটনার পরেই গ্রামবাসীরা উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েন। পরে প্রশাসন উদ্ধারকার্যে হাত লাগায়। ক্রেনের সাহায্যে বাসটিকে পুকুর থেকে তোলা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই অঞ্চলে সরকারি বাসের সংখ্যা কম হওয়ায় বেসরকারি বাসগুলিতে অত্যধিক যাত্রী তোলা হয়। সেই কারণেই দুর্ঘটনা ঘটে।