নয়াদিল্লি: প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা বুটা সিংহ। বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর প্রয়াণের খবর পেয়ে ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি। রাজনৈতিক মহলে শোকের ছায়া। কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডল থেকে ট্যুইট করে শোকপ্রকাশ করা হয়েছে। এছাড়া ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, আয়ুষ মন্ত্রী শ্রীপদ নায়েক, প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়, ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়, কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল।
রাজনীতিতে যোগ দেওয়ার পর প্রথমে অকালি দলের সদস্য হিসেবে নির্বাচনে লড়াই করেন বুটা। ছয়ের দশকে তিনি কংগ্রেসে যোগ দেন। ১৯৬২ সালে তিনি প্রথমবার লোকসভা নির্বাচনে জয় পান। সাধনা কেন্দ্র থেকে জয়ী হয়ে তৃতীয় লোকসভার সদস্য নির্বাচিত হন তিনি। ১৯৮৬ থেকে ১৯৮৯ পর্যন্ত রাজীব গাঁধী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বুটা। তার আগে ১৯৮৪ থেকে ১৯৮৬ পর্যন্ত তিনি কৃষিমন্ত্রী ছিলেন।
পরবর্তীকালেও রাজনীতি ও প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন বুটা। ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত তফশিলি জাতি সংক্রান্ত জাতীয় কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি।