ফিরোজাবাদ(উত্তরপ্রদেশ): রাখে হরি মারে কে! সংশোধিত নাগরিকত্ব বিলের প্রতিবাদে আন্দোননরত বিক্ষোভকারীদের ছোঁড়া গুলি বুলেট-প্রুফ ভেস্ট ফুঁড়ে বুক-পকেটে রাখা ওয়ালেটে আটকে যাওয়ায় কপালজোরে প্রাণে বাঁচলেন উত্তরপ্রদেশের এক পুলিশ কনস্টেবল। ঘটনাস্থল উত্তরপ্রদেশের ফিরোজাবাদ। কনস্টেবল বিজেন্দ্র কুমার জানান, তাঁর মনে হচ্ছে, যেন দ্বিতীয় জীবনদান পেলেন। তাঁর কথায়: আমি নলবন্দ এলাকায় ডিউটি করছিলাম। সেইসময় কয়েকজন বিক্ষোভকারী আচমকা আমাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। একটা গুলি আমার বুলেটপ্রুফ জ্যাকেট ফুঁড়ে ঢুকে যায়। কিন্তু, জ্যাকেটের পকেটে আমি আমার ওয়ালেট রেখেছিলাম। কপালজোরে, সেখানেই আটকে যায় গুলি। বিজেন্দ্র জানিয়েছেন, ওয়ালেটে চারটি এটিএম কার্ড ও শিব এবং সাইবাবার ছবি রাখা ছিল। বলেন, মনে হচ্ছে, ঠিক যেন দ্বিতীয় জীবনদান পেলাম।
সিএএ প্রতিবাদ: বুলেটপ্রুফ জ্যাকেট ফুঁড়েও ওয়ালেটে আটকাল বিক্ষোভকারীদের ছোঁড়া গুলি! ‘দ্বিতীয় জীবনদান পেলাম’, বললেন উত্তরপ্রদেশের পুলিশ কনস্টেবল
Web Desk, ABP Ananda | 22 Dec 2019 10:25 AM (IST)