নয়াদিল্লি: দিল্লির মৌজপুর অঞ্চলে নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে মিছিল চলাকালীন এই আইনের বিরোধীদের সঙ্গে সংঘর্ষ বেঁধে গেল। মৌজপুরের কাছেই জাফরাবাদে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছিল। শাহিনবাগে বিক্ষোভের ধাঁচে পথ অবরোধ করা হয়। এরই মধ্যে হঠাৎ দু’পক্ষের মধ্যে পাথরবৃষ্টি শুরু হয়ে যায়। দু’পক্ষকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েছে পুলিশ। ঘটনাস্থলে গিয়েছেন ডিসিপি সহ উচ্চপদস্থ কর্তারা। আধাসেনাও তলব করা হয়েছে।



পুলিশ সূত্রে খবর, পাথরের আঘাতে বেশ কয়েকজন জখম হয়েছেন। সংঘর্ষ শুরু হওয়ার সময় পুলিশকর্মীদের সংখ্যা কম থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি সামাল দিতে বাড়তি বাহিনী তলব করা হয়। নিরাপত্তার কথা মাথায় রেখে জাফরাবাদ মেট্রো স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়।

যুগ্ম পুলিশ কমিশনার (ইস্টার্ন রেঞ্জ) অলোক কুমার জানিয়েছেন, ‘পুলিশকর্মীদের লক্ষ্য করেও পাথর ছোঁড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তারক্ষীরা ফ্ল্যাগ মার্চ করছেন।’