আমদাবাদের পুলিশ কমিশনার আরও জানিয়েছেন, ‘ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) কাছ থেকে অ্যান্টি-ড্রোন সিস্টেম চাওয়া হয়েছে। সাধারণ মানুষকে ড্রোন ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। সবরমতী আশ্রমেও যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের। সেই কারণে ওই অঞ্চলে যানবাহনের গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে। অন্য রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হতে পারে।’
পুলিশ সূত্রে খবর, ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস এবং ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ডস (এনএসজি) ও স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) সদস্যরা। কাল মোদি ও ট্রাম্প ২২-কিমি দীর্ঘ রোড শো করবেন। এরপর তাঁরা নবনির্মিত সর্দার পটেল স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে যোগ দেবেন। ট্রাম্পের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনা হয়েছে বিশেষ গাড়ি। রোড শো চলাকালীন যাতে কোনওরকম বিপত্তি না ঘটে, তার জন্যও বিশেষ সতর্কতা অবলম্বন করছেন নিরাপত্তারক্ষীরা। স্টেডিয়ামেও নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।
পুলিশ কমিশনার আরও জানিয়েছেন, ‘কাল সকাল সাড়ে এগারোটায় আমদাবাদ বিমানবন্দরে আসার কথা ট্রাম্পের। বিমানবন্দরেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোড শো শুরু হওয়ার কথা বেলা বারোটা থেকে। মোতেরা স্টেডিয়ামে যাওয়ার পথে সবরমতী আশ্রমে যাবেন ট্রাম্প। কাল বিকেল তিনটের মধ্যে মোতেরা স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠান শেষ হয়ে যাবে। বিকেল সাড়ে তিনটেয় ট্রাম্পের আগরার উদ্দেশে রওনা হওয়ার কথা।’