নয়াদিল্লি: আয়কর ব্যবস্থা আরও সরল করতে চলেছে কেন্দ্র। ৬৩ দিনের বদলে এবার একদিনেই আয়কর রিটার্ন করদাতার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এ জন্য একটি নয়া প্রকল্প হাতে নিয়েছে তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিস, ৪,২৪১.৯৭ কোটি টাকার এই প্রকল্পে ছাড় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার ওই বৈঠক। তাতে ইনটিগ্রেটেড আই-ফাইলিং ও সেন্ট্রালাইজড প্রসেসিং সেন্টার ২.০ প্রকল্পটিতে ছাড়পত্র দেওয়া হয়েছে। দেড় বছরের মধ্যে এই প্রকল্প শেষ হবে বলে আশা, পরীক্ষানিরীক্ষার তিন মাস পর তা পুরোপুরি চালু হবে।

টেন্ডারের মাধ্যমে এই কাজ ইনফোসিসের হাতে তুলে দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। তাঁর বক্তব্য, নতুন ব্যবস্থা অনেক বেশি সরল হবে। এর ফলে গোটা প্রক্রিয়ায় যেমন স্বচ্ছতা ও দায়বদ্ধতা বাড়বে, তেমনই আয়কর বিভাগের হস্তক্ষেপ ছাড়াই আয়কর রিটার্ন দ্রুত পৌঁছে যাবে করদাতার অ্যাকাউন্টে।

বর্তমান যে সেন্ট্রালাইজড প্রসেসিং সেন্টার বা সিপিসি-আইটিআর ব্যবস্থা চলছে তার জন্যও ১,৪৮২.৪৪ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই আই-ফাইলিং ও সিপিসি আয়কর সংক্রান্ত গোটা ব্যবস্থা এক ছাতার তলায় এনে দিয়েছে। পীযূষ গোয়েল জানিয়েছেন, চলতি আর্থিক বছরে এখনও পর্যন্ত আয়কর রিটার্ন দেওয়া হয়েছে ১.৮৩ লাখ কোটি টাকা।