নয়াদিল্লি: দেশে প্রথমবার ডিজেলের মূল্য ছাড়াল লিটারে ৮০ টাকা। এই নিয়ে টানা ১৯ দিন বাড়ল ডিজেলের দাম। দেশের রাজধানী দিল্লিতে, ডিজেলের দাম লিটারে ৮০ টাকা পার করল। দেশের ইতিহাসে এই প্রথম এমনটা হল। এদিন দিল্লিতে লিটারপ্রতি ডিজেলের দাম ১৪ পয়সা বেড়ে হয়েছে ৮০.০২ টাকা।
অন্যদিকে, পেট্রোলের দাম বেড়েছে লিটারে ১৬ পয়সা। গত ১৯ দিনে দিল্লিতে পেট্রোলের মোট খুচরো মূল্য ৮.৬৬ টাকা এবং ডিজেলের মূল্য ১০.৬২ টাকা বেড়েছে।
একইভাবে, কলকাতায় গত ১৯ দিনে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ৮.৩১ টাকা ও ৯.৫৬ টাকা। কলকাতায় বৃহস্পতিবার পেট্রোল ও ডিজেলের নতুন দাম যথাক্রমে ৮১.৬১ টাকা ও ৭৫.১৮ টাকা।
ডিজেলের এই মূল্যবৃদ্ধির প্রভাব যে আমজনতার ওপর পড়বে, তা বলাই বাহুল্য। ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে, গণপরিবহণের খরচ বাড়বে। একইসঙ্গে বৃদ্ধি পাবে মুদ্রাস্ফীতি।
এর ফলে, দৈনন্দিন জিনিসপত্র থেকে শুরু করে সবজি-- সবকিছুর দাম বাড়বে। এর পাশাপাশি, কৃষিক্ষেত্রেও এর সরাসরি প্রভাব ফেলবে। ক্ষতিগ্রস্ত হবে গাড়ি বিক্রি। গণ-পরিবহণের ভাড়া বাড়বে।