নয়াদিল্লি: দেশে বিগড়েছে করোনাভাইরাসজনিত পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে ২০২১-এর সিবিএসই বোর্ড পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব ও অন্যান্য শীর্ষ আধিকারিকদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করবেন বলে জানা গিয়েছে। সরকারি সূত্রে এ খবর জানা গেছে। বেলা ১২ টায় এই বৈঠক হবে বলে খবর।
করোনার দাপট বাড়ায় সিবিএসই-র এ বছরের দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা স্থগিত রাখার দাবি উঠেছে। কংগ্রেস, আম আদমি পার্টি সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল সিবিএসই-র বোর্ড পরীক্ষা স্থগিত রাখার আর্জি জানিয়েছে।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল মঙ্গলবার কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (সিবিএসই) পরীক্ষা রদের আর্জি জানান। এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, পরীক্ষায় সামিল থাকবে প্রায় ছয় লক্ষ পড়ুয়া এবং সেইসঙ্গে এক লক্ষ শিক্ষকও থাকবেন। ফলে পরীক্ষা কেন্দ্রগুলি কোভিড ১৯ হটস্পট হয়ে উঠতে পারে, এমন আশঙ্কা থেকেই যাচ্ছে। দিল্লিতে মহামারীর চতুর্থ ঢেউ খুবই মারাত্মক হয়ে উঠেছে এবং এর প্রভাব তরুণ ও শিশুদের ওপর পড়ছে। তাই সিবিএসই-কে বোর্ড পরীক্ষা রদের আর্জি জানাচ্ছি।
বিস্তারিত আসছে..