নয়াদিল্লি: নতুন বছরে সিবিএসই-র দশম ও দ্বাদশের পরীক্ষার দিন ঘোষণা করা হল। স্কুলগুলিতে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে ১ মার্চ থেকে। লিখিত পরীক্ষা শুরু হবে ৪ মে থেকে, চলবে ১০ জুন পর্যন্ত। ফল প্রকাশিত হবে ১৫ জুলাইয়ের মধ্যে। অনলাইন নয়, স্কুলে গিয়েই সিবিএসই-র পরীক্ষা দিতে হবে।

এর আগে গতকাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ঘোষণা করেন, বছরের শেষ দিন ২০২১-এর সিবিএসই পরীক্ষার সূচি ঘোষণা হবে। পরীক্ষাকেন্দ্রে গিয়েই পরীক্ষা দিতে হবে। অনলাইনে পরীক্ষা দেওয়া যাবে না। কোভিড বিধি মেনে পরীক্ষা দেবে পড়ুয়ারা। সেই ঘোষণা অনুযায়ী আজ পরীক্ষার সূচি ঘোষণা করা হল।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেছেন, ‘সিবিএসই-র ফল ১৫ জুলাইয়ের মধ্যেই প্রকাশিত হবে। ফলে বিদেশের যে পড়ুয়ারা সিবিএসই বোর্ডের পরীক্ষা দেবেন, তাঁদের কোনও ক্ষতি হবে না। প্রত্যেক পড়ুয়ার সুরক্ষা ও নিরাপত্তা সহ সব বিষয়ই মাথায় রেখে এবারের পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। আমি আশ্বাস দিচ্ছি, জেইই ও নিট পরীক্ষা যেভাবে নেওয়া হয়েছে, সেভাবেই সিবিএসই-র পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের সবরকমভাবে সাহায্য করা হবে। লিখিত ও প্র্যাকটিক্যাল পরীক্ষা গ্রহণ এবং উত্তরপত্র খতিয়ে দেখার বিষয়ে স্কুলগুলিকেও সাহায্য করা হবে। পরীক্ষার প্রস্তুতির জন্য পরীক্ষার্থী ও স্কুলগুলি ৪ মাস সময় পাচ্ছে। আমরা যাতে সবরকম সুরক্ষা বজায় রেখে ভালভাবে পরীক্ষা নিতে পারি, তার জন্য সবপক্ষকে সহযোগিতা করার আবেদন জানাচ্ছি। কোনও পড়ুয়া সমস্যায় পড়লে টোল-ফ্রি হেল্পলাইন ৮৪৪-৮৪৪-০৬৩২ নম্বরে ফোন করতে পারে। এছাড়া মনোদর্পণ পোর্টালের মাধ্যমেও পড়ুয়াদের সাহায্য করা হবে।’