নয়াদিল্লি: প্রকাশিত হল সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার ফল। এবার পাশের হার ৯১.১ শতাংশ। গতবারের চেয়ে পাশের হার বেড়েছে ৪.৪০ শতাংশ। ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। মেয়েদের পাশের হার ৯২.৪৫ শতাংশ। সেখানে ছেলেদের পাশের হার ৯০.১৪ শতাংশ। তবে এর চেয়েও উল্লেখযোগ্য বিষয় হল, এবার ১৩ জন প্রথম স্থানে আছেন। তাঁরা প্রত্যেকেই নির্ধারিত ৫০০ নম্বরের মধ্যে পেয়েছেন ৪৯৯। ৪৯৮ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে ২৪ জন। ৪৯৭ পেয়ে তৃতীয় স্থানে ৫৮ জন।
এবার সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা দিয়েছিলেন প্রায় ১৮ লক্ষ ছাত্র-ছাত্রী। পাশ করার জন্য থিওরি ও প্র্যাকটিক্যাল মিলিয়ে মোট ৩৩ শতাংশ নম্বর পাওয়া জরুরি। পরীক্ষার্থীরা সিবিএসই-র ওয়েবসাইটে গিয়ে ফল জানতে পারবেন।
সিবিএসই দশম শ্রেণির ফল প্রকাশ, পাশের হার ৯১.১%, প্রথম স্থানে থাকা ১৩ জনের নম্বর ৫০০-র মধ্যে ৪৯৯
Web Desk, ABP Ananda
Updated at:
06 May 2019 03:33 PM (IST)
এবার সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা দিয়েছিলেন প্রায় ১৮ লক্ষ ছাত্র-ছাত্রী।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -