নয়াদিল্লি: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীকে ‘ভারতের সবচেয়ে বড় গণপিটুনির হোতা’ বলে দাবি করলেন শিরোমণি অকালি দলের মুখপাত্র মনজিন্দর সিংহ শিরসা। তাঁর অভিযোগ, রাজীব শুধু শিখদের হত্যা করায় উস্কানিই দেননি, যারা এই গণহত্যার সঙ্গে যুক্ত ছিল তাদের রক্ষা করেছিলেন এবং পুরস্কারও দিয়েছিলেন।
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেন, রাজীব দুর্নীতিগ্রস্ত ছিলেন। সে কথা উল্লেখ করে শিরসা বলেছেন, ‘প্রধানমন্ত্রী মোদি ঠিকই বলেছেন। রাজীব গাঁধী পয়লা নম্বরের দুর্নীতিগ্রস্ত ছিলেন। একইসঙ্গে তিনি ভারতের সবচেয়ে বড় গণপিটুনির হোতাও ছিলেন। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে বলতে হবে, তিনি কেন নিজের দলের দোষ স্বীকার করেননি এবং ১৯৮৪ সালের হিংসার শিকার হওয়া পরিবারগুলির প্রতি সমবেদনা জ্ঞাপন করেননি?’
‘ভারতের সবচেয়ে বড় গণপিটুনির হোতা’ ছিলেন রাজীব গাঁধী, দাবি অকালি নেতার
Web Desk, ABP Ananda
Updated at:
06 May 2019 01:17 PM (IST)
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেন, রাজীব দুর্নীতিগ্রস্ত ছিলেন।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -