নয়াদিল্লি: প্রকাশিত হল সিবিএসই-র দশম শ্রেণির ফল। দশমের পরীক্ষায় ছাত্রদের টেক্কা দিয়েছে মেয়েরা।


প্রতিবারের মতো এবারও ছাত্রীদের সাফল্যের হার ৩.১৭ শতাংশ বেশি। ফলাফলের জন্য পরীক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষায় থাকতে হয়েছে। সেই প্রতীক্ষার অবসান হল।


এবার ছাত্রীদের পাশের হার ৯৩.৩১ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯০.১৪ শতাংশ।  এবছরের পাশের হার ৯১.৪৬ শতাশ। গত বছরের তুলনায় যা ০.৩৬ শতাংশ বেশি। গত বছর সামগ্রিক পাশের হার ছিল ৯১.১০ শতাংশ।


তিরুঅনন্তপুরম ফলাফল এবার সবচেয়ে ভালো। এখানে ৯৯.২৮ শতাংশ পরীক্ষার্থীই সফল। দ্বিতীয় স্থানে চেন্নাই। সেখানে পাশের হার ৯৮.৯৫ শতাংশ। তৃতীয় স্থানে বেঙ্গালুরু, পাশের হার ৯৮.২৩ শতাংশ। গুয়াহাটিতে পাশের হার সবচেয়ে কম ৭৯.১২ শতাংশ।


কেন্দ্রীয় বিদ্যালয়গুলির ফলাফল সবচেয়ে ভালো। পাশের হার ৯৯.২৩ শতাংশ। দ্বিতীয় স্থানে জওহর নবোদয় বিশ্ববিদ্যালয়। পাশের হার ৯৮.৬৬ শতাংশ।


সিবিএসই-কে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ১৫ জুলাইয়ের মধ্যে পরীক্ষার ফল বার করতে। সেই অনুযায়ী, সোমবার দ্বাদশ শ্রেণির ফল বেরিয়েছে, নিশঙ্ক জানিয়েছেন, বুধবারই বেরিয়ে যাবে দশম শ্রেণির ফল। রেজাল্ট জানতে চোখ রাখতে হবে সরকারি ওয়েবসাইট cbse.nic.in বা cbseresults.nic.in-এ।


এবারের রেজাল্টে কোনও 'ফেল' থাকছে না। বদলে থাকছে 'এসেনশিয়াল রিপিট'। এবছর মোট ১৮ লক্ষ ৯৮ হাজার ৮৭৮ জন পরীক্ষার্থী সিবিএসই দশম পরীক্ষায় বসেছে। এর মধ্যে ১১ লক্ষ ১ হাজার ৬৬৪ জন ছাত্র ও ৭ লক্ষ ৮৮ হাজার ১৯৫ জন ছাত্রী। এছাড়া, ১৯ জন রুপান্তরকামী পরীক্ষায় বসেছে।


এবার দেখে নিন কীভাবে জানবেন পরীক্ষার ফল--




  • www.cbseresults.nic.in- সাইটে যান।

  • যেখানে লেখা সিনিয়র স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (ক্লাস-XII) ২০২০, সেখানে ক্লিক করুন। নতুন পেজে চলে যাবেন।

  • এরপর অ্যাডমিট কার্ডে থাকা রোল নম্বর, স্কুল নম্বর, সেন্টার নম্বর, অ্যাডমিট কার্ড আইডি ইত্যাদি জমা দিন। পর্দায় দেখা যাবে আপনার নম্বর।

  • এবার ডাউনলোড করে প্রিন্ট নিতে পারেন।

  • এছাড়া ইন্টারাক্টিভ ভয়েস রেসপন্স সিস্টেম বা আইভিআরএস-এর মাধ্যমে ছাত্রছাত্রীরা পরীক্ষার ফল জানতে পারবেন। পরীক্ষার ফল প্রকাশের দিন এই টেলিফোন নম্বরগুলি প্রকাশ করে এনআইসি।


পাশাপাশি কয়েকটি অ্যাপের মাধ্যমেও ফল জানতে পারবেন পড়ুয়ারা---




  1. ডিজিলকার অ্যাপ- সিবিএসই-তে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে প্রাপ্ত নম্বর এসএমএস করা হয় এই অ্যাপে।

  2. উমাঙ্গ অ্যাপ- অ্যান্ড্রয়েড, আইওএস ও উইন্ডো বেসড স্মার্টফোনে এই অ্যাপ পাওয়া যাবে।

  3. ডিজিরেজাল্টস অ্যাপ- ডিজিরেজাল্টস ডাউনলোড করা যাবে গুগল প্লে স্টোর থেকে।


Education Loan Information:

Calculate Education Loan EMI