নয়াদিল্লি: ২০২০ সালের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করল সিবিএসই। পর্ষদের সরকারি ওয়েবসাইট (সিবিএসই.এনআইসি.ইন) থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে পরীক্ষার্থীরা। পাশাপাশি, নিজেদের লগ-ইন পরিষেবার মাধ্যমে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে স্কুলগুলিও।
এই মর্মে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছে সিবিএসই। কেন্দ্রীয় বোর্ডের তরফে জানানো হয়েছে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর হল-টিকিট ভাল করে খতিয়ে দেখে নিতে হবে, যাতে সেখানে সব তথ্য সঠিক আছে কি না। পাশাপাশি, সংশ্লিষ্ট পরীক্ষার্থীর বিষয়সূচি ও পরীক্ষার তারিখ সঠিক আছে কি না, তাও গত ডিসেম্বরে প্রকাশিত হওয়া সূচির সঙ্গে খতিয়ে দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে সিবিএসই।
সিবিএসই-র প্রকাশিত সূচি অনুযায়ী, দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। শেষ হবে ২০ মার্চ। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি আর শেষ ৩০ মার্চ। পরীক্ষা হবে সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা। এটা দশম ও দ্বাদশ শ্রেণি-- উভয়ক্ষেত্রেই প্রযোজ্য। উত্তরপত্র দেওয়া হবে সকাল ১০টা থেকে সওয়া ১০টা। প্রশ্নপত্র দেওয়া হবে ১০.১৫ থেকে সকাল সাড়ে ১০টা। পরীক্ষার্থীদের ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে নির্দেশ দিয়েছে পর্ষদ।


দশম শ্রেণির তথ্যসূচি-




দ্বাদশ শ্রেণির তথ্যসূচি-







জেনে নিন কী করে দশম ও দ্বাদশ শ্রেণির অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে?

১. সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট সিবিএসই.এনআইসি.ইন তে লগ ইন করুন।

২. ২০২০ পরীক্ষার অ্যাডমিট কার্ড ও স্কুলের অবস্থান-ঠিকানা সংক্রান্ত লিংক-এ ক্লিক করুন।

৩. ইউজার আইডি ও পাসওয়ার্ড দিন।

৪. লগ-ইন বটনে ক্লিক করুন।

৫. আপনার অ্যাডমিট কার্ড স্ক্রিনে দেখাবে। ভাল করে খতিয়ে দেখে নিয়ে ডাউনলোড করুন।

৬. অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট বের করে নিন।