গত বছরের ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পর ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। পরে জম্মুতে ব্রডব্যান্ড পরিষেবা চালু করা হয়। লাদাখেও মোবাইল ও ব্রডব্যান্ড পরিষেবা চালু করা হয়। কিন্তু এতদিন কাশ্মীরে বন্ধ ছিল ইন্টারনেট। তবে আজ সরকারের মুখপাত্র রোহিত কনসল জানিয়েছেন, জম্মুর ১০টি জেলা এবং কাশ্মীরের কুপওয়ারা ও বান্দিপোরা জেলায় পোস্ট পেইড মোবাইল ফোনে টুজি ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে। এছাড়া সব প্রি-পেইড সিমে ভয়েস কল ও এসএমএস পরিষেবাও চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। সব সংস্থাকে ইন্টারনেট ব্যবহারকারীদের পরিচয়পত্র খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। আজ থেকেই জম্মুর ১০টি জেলা এবং উত্তর কাশ্মীরের কুপওয়ারা ও বান্দিপোরা জেলায় ফিক্সড লাইন ইন্টারনেট পরিষেবা চালু করা হচ্ছে। তবে বদগাম, গান্দেরবাল, বারামুলা, শ্রীনগর, কুলগাম, অনন্তনাগ, শোপিয়ান, পুলওয়ামা সহ কাশ্মীরের ১০টি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে।
জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অংশে ভয়েস কল, এসএমএস, টুজি মোবাইল ইন্টারনেট পরিষেবা ফের চালু সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা অব্যাহত
Web Desk, ABP Ananda
Updated at:
18 Jan 2020 06:52 PM (IST)
ত বছরের ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পর ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়।
NEXT
PREV
জম্মু: প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর আজ থেকে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অংশে ফের চালু হয়ে গেল ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট পরিষেবা। এছাড়া মোবাইল ফোনে ভয়েস কল, এসএমএস পরিষেবাও চালু হয়েছে। যদিও সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা অব্যাহত।
গত বছরের ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পর ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। পরে জম্মুতে ব্রডব্যান্ড পরিষেবা চালু করা হয়। লাদাখেও মোবাইল ও ব্রডব্যান্ড পরিষেবা চালু করা হয়। কিন্তু এতদিন কাশ্মীরে বন্ধ ছিল ইন্টারনেট। তবে আজ সরকারের মুখপাত্র রোহিত কনসল জানিয়েছেন, জম্মুর ১০টি জেলা এবং কাশ্মীরের কুপওয়ারা ও বান্দিপোরা জেলায় পোস্ট পেইড মোবাইল ফোনে টুজি ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে। এছাড়া সব প্রি-পেইড সিমে ভয়েস কল ও এসএমএস পরিষেবাও চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। সব সংস্থাকে ইন্টারনেট ব্যবহারকারীদের পরিচয়পত্র খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। আজ থেকেই জম্মুর ১০টি জেলা এবং উত্তর কাশ্মীরের কুপওয়ারা ও বান্দিপোরা জেলায় ফিক্সড লাইন ইন্টারনেট পরিষেবা চালু করা হচ্ছে। তবে বদগাম, গান্দেরবাল, বারামুলা, শ্রীনগর, কুলগাম, অনন্তনাগ, শোপিয়ান, পুলওয়ামা সহ কাশ্মীরের ১০টি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে।
গত বছরের ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পর ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। পরে জম্মুতে ব্রডব্যান্ড পরিষেবা চালু করা হয়। লাদাখেও মোবাইল ও ব্রডব্যান্ড পরিষেবা চালু করা হয়। কিন্তু এতদিন কাশ্মীরে বন্ধ ছিল ইন্টারনেট। তবে আজ সরকারের মুখপাত্র রোহিত কনসল জানিয়েছেন, জম্মুর ১০টি জেলা এবং কাশ্মীরের কুপওয়ারা ও বান্দিপোরা জেলায় পোস্ট পেইড মোবাইল ফোনে টুজি ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে। এছাড়া সব প্রি-পেইড সিমে ভয়েস কল ও এসএমএস পরিষেবাও চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। সব সংস্থাকে ইন্টারনেট ব্যবহারকারীদের পরিচয়পত্র খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। আজ থেকেই জম্মুর ১০টি জেলা এবং উত্তর কাশ্মীরের কুপওয়ারা ও বান্দিপোরা জেলায় ফিক্সড লাইন ইন্টারনেট পরিষেবা চালু করা হচ্ছে। তবে বদগাম, গান্দেরবাল, বারামুলা, শ্রীনগর, কুলগাম, অনন্তনাগ, শোপিয়ান, পুলওয়ামা সহ কাশ্মীরের ১০টি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে।
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -