মে মাসের ২০ তারিখে বিধ্বংসী ঘূর্ণিঝড় উমপুন তছনছ করে দেয় বাংলা ও ওড়িশার বিস্তীর্ণ অঞ্চল। সবথেকে বেশি ক্ষতির শিকার হয় বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, হয়ত লক্ষ কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। ২২ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যে উমপুনের বিপর্যস্ত এলাকা পর্যবেক্ষণে আসেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি আকাশপথে এলাকা পর্যবেক্ষণ করার পর হাজার কোটি টাকার উমপুন প্যাকেজ ঘোষণা করেন। তাছাড়া রাজ্যকে সবরকমের সাহায্যের আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
রাজ্যে কেন্দ্রীয় দল আসা নিয়ে ফের মুখ্যমন্ত্রীকে ট্যুইট খোঁচা দিলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে রাজ্যপাল জগদীপ ধনকড়ের ট্যুইট বার্তা, কেন্দ্রীয় দলের সফরটিকে সম্পূর্ণরূপে সদ্ব্যবহার করা প্রয়োজন। রাজ্যের সর্বাঙ্গীন কল্যাণের স্বার্থে কেন্দ্রের সঙ্গে সমন্বয়সাধন করে কাজ করতে হবে। সেইসঙ্গেই উপাচার্য নিয়োগ নিয়ে চলতি বিতর্ক প্রসঙ্গে রাজ্যপালের ট্যুইট, রাজ্যের বর্তমান কঠিন পরিস্থিতির কথা মাথায় রেখে শিক্ষা সংক্রান্ত বিষয়গুলিকে মুখ্যমন্ত্রীর বিবেচনার ওপর তিনি ছেড়ে দিলেন। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে তিনি প্রাজ্ঞজনোচিত প্রতিক্রিয়া আশা করেন।
ঝড়ে রীতিমতো ক্ষতির শিকার সুন্দরবন অঞ্চল। সম্প্রতি মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজ্য সরকার ১ মাসের মধ্যে সেখানে আবার ৫ কোটি ম্যানগ্রোভ গাছ বসাবে। ঝড়ে ম্যানগ্রোভ অরণ্য ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই অরণ্য আবার রাজ্য সরকার গড়ে তুলবে বলে আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়।