করোনা আক্রান্ত দেশের প্রতিরক্ষাসচিব অজয় কুমার, হোম কোয়ারেন্টিনে ৩৫ আধিকারিক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Jun 2020 10:44 AM (IST)
করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরই প্রতিরক্ষা দফতর থেকে খোঁজ নেওয়া হয়, সম্প্রতি অজয় কুমার কার কার সংস্পর্শে আসেন।
নয়াদিল্লি: করোনা আক্রান্ত দেশের প্রতিরক্ষাসচিব অজয় কুমার। সম্প্রতি তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরই প্রতিরক্ষা দফতর থেকে খোঁজ নেওয়া হয়, সম্প্রতি অজয় কুমার কার কার সংস্পর্শে আসেন। সূত্রের খবর, অজয় কুমারের অবস্থা স্থিতিশীলই। তিনি এখন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। ওই অফিসে কর্মরত ৩৫ জন অফিসারকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। যদিও প্রতিরক্ষা দফতর আনুষ্ঠানিক ভাবে অজয় কুমারের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানায়নি। মন্ত্রকের মুখপাত্রও এই ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি। জানা গেছে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহও অজয় কুমারের করোনা সংক্রমণের খবর পাওয়ার পর অফিসে যাননি।