ফের কেঁপে উঠল দিল্লি-এনসিআর, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.২, ক্ষয়ক্ষতির খবর নেই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Jun 2020 12:25 AM (IST)
দিল্লি-এনসিআর অঞ্চলে গত কয়েক সপ্তাহ ধরে একের পর এক কম্পন হয়ে চলেছে।
নয়ডা: চারদিনের ব্যবধানে ফের ভূমিকম্প দিল্লি-এনসিআর অঞ্চলে। বুধবার রাতে কেঁপে উঠল এই অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.২। রাত ১০.৪২ মিনিট নাগাদ ভূমিকম্প হয়। কম্পনের উৎসস্থল ছিল দক্ষিণ-পূর্ব নয়ডা থেকে ১৯ কিমি দূরে। কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দিল্লি-এনসিআর অঞ্চলে গত কয়েক সপ্তাহ ধরে একের পর এক কম্পন হয়ে চলেছে। একের পর এক ভূমিকম্পে মানুষ আতঙ্কিত। তবে কম্পনের মাত্রা বেশি না হওয়ায় ক্ষয়ক্ষতি কিছু হয়নি। ১২ এপ্রিল থেকে দিল্লি-এনসিআর, হরিয়ানা, পঞ্জাব ও উত্তরপ্রদেশে ৬-৭বার ভূমিকম্প হয়েছে। ২৯ মে কম্পনের উৎসস্থল ছিল হরিয়ানার রোহতক। সেদিন এক ঘণ্টায় দু’বার ভূমিকম্প হয়। তার আগে ১৫ মে দিল্লি-এনসিআর অঞ্চলে ভূমিকম্প হয়। উৎসস্থল ছিল দিল্লির উত্তর-পশ্চিমে ১৩ কিমি দূরে।