নয়াদিল্লি: মাঝে কিছুটা কমলেও, ফের চিন (China), দক্ষিণ কোরিয়া (South Korea), ইউরোপের (Europe) দেশগুলিতে বাড়ছে করোনা (Coronavirus) সংক্রমণ। এই পরিস্থিতিতে মহারাষ্ট্র সরকারকে (Maharashtra Government) নতুন করে সতর্ক করে দিল কেন্দ্রীয় সরকার (Central Government)।


মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে (Maharashtra Health Minister Rajesh Tope) জানিয়েছেন, ‘রাজ্য সরকার করোনা পরিস্থিতি নিয়ে সতর্ক আছে। আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এ বিষয়ে চিঠি পেয়েছি। ইউরোপের বিভিন্ন দেশ, দক্ষিণ কোরিয়া ও চিনে ফের বাড়ছে করোনা সংক্রমণ। সেই কারণেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আমাদের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আমাদের স্বাস্থ্য বিভাগ জেলাশাসকদের চিঠি দিয়ে সতর্ক করে দিয়েছে। করোনা সংক্রমণ রোখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’


গতকাল মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হন ১৭১ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় তিনজনের। মহারাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, গতকাল করোনামুক্ত হয়েছেন ৩৯৪ জন। সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১,৬৮০। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৭৮,৭২,২০৩। মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১,৪৩,৭৬৫।


চিনে করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনে আক্রান্ত হয়েছেন বহ মানুষ। আজ নতুন করে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এক বছরেরও বেশি সময় পরে চিনে করোনায় মৃত্যুর খবর পাওয়া গেল। চিনে আজ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪,০৫১ জন। দক্ষিণ কোরিয়াতেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার এই দেশে নতুন করে করোনা আক্রান্ত হন ৬ লক্ষ মানুষ। সারা বিশ্বে করোনায় মৃত্যুর হার সবচেয়ে কম দক্ষিণ কোরিয়াতেই। কিন্তু সেদেশে একদিনে ৬ লক্ষ জন করোনা আক্রান্ত হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে।


এদিকে, ভারতে করোনা-গ্রাফের ওঠানামা চলছেই। গতকালের তুলনায় আজ কমেছে দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।


স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৫ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫২৮। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৭১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৪৯।


এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৬ হাজার ৩৫২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৬ হাজার ৮০।