কলকাতা: আগামী বছর টি ২০ বিশ্বকাপে হয়তো গ্রুপ পর্যায়ে ভারত-পাকিস্তান ম্যাচ দেখা যাবে না। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগামী টি ২০ সিরিজে ভারত পাকিস্তানকে টপকে এই ধরনের ক্রিকেটে সবথেকে বেশি ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ড দখল করতে পারে। সে জন্য নিউজিল্যান্ড সিরিজ হারলে চলবে না তাদের।
এই মুহূর্তে টানা ১১টি সিরিজ জিতে সবথেকে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছে পাকিস্তান। কিন্তু রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ ম্যাচ ৭ রানে হেরেছে তারা। ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে সিরিজও জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা দল। উল্টোদিকে ভারত ১০টি টি ২০ সিরিজে অপরাজিত, শেষ তারা হেরেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০১৭-তে। এরপর তারা ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হারিয়েছে ১-০ ফলে, অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ ড্র করেছে সিরিজ, নিউজিল্যান্ডকে হারিয়েছে ২-১-এ, শ্রীলঙ্কাকে ৩-০-য়। দক্ষিণ আফ্রিকায় গিয়ে তাদের হারিয়েছে ২-১ ফলে, জিতেছে শ্রীলঙ্কায় ৩ দেশের নিডাহাস ট্রফি। এছাড়া আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২-০-য় ও ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১-এ জয় পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছে ৩-০ ফলে, শেষ টি ২০ সিরিজ খেলেছে অস্ট্রেলিয়ায়, হোম টিমের সঙ্গে সিরিজ ড্র থেকেছে ১-১-এ। সব মিলিয়ে টিম ইন্ডিয়া জয় পেয়েছে ৮টি সিরিজে, ড্র ২টি।
বিরাট কোহলির দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ অনায়াসে জিতেছে ৪-১ ফলে। তাই এখন স্বাভাবিকভাবেই পাকিস্তানকে টপকে টি ২০-র রেকর্ড হস্তগত করা লক্ষ্য তাদের। পাশাপাশি আইসিসি টি ২০ তালিকায় শীর্ষে থাকা পাকিস্তানের সঙ্গে তাদের পয়েন্টের তফাতও কমানো যেতে পারে। এখন পাকিস্তানের সঙ্গে তাদের ৮ পয়েন্টের তফাত। কিন্তু যদি ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজ জিতে নেয়, তবে তারা পাবে ২ রেটিং পয়েন্ট, পাকিস্তানের সঙ্গে পার্থক্য কিছুটা কমবে।
অধিনায়ক বিরাট কোহলি এই সিরিজে বিশ্রাম নিয়েছেন। তাঁর জায়গায় অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা।
আন্তর্জাতিক টি ২০-র রেকর্ড, পাকিস্তানকে পিছনে ফেলতে পারে টিম ইন্ডিয়া
ABP Ananda, Web Desk
Updated at:
05 Feb 2019 02:03 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -