আমদাবাদ: আর মাত্র কয়েকদিন পরেই চাঁদের কক্ষপথে পৌঁছে যাবে ভারতের চন্দ্রযান-২। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র চেয়ারম্যান কে শিবান বলেছেন, আগামী ২০ আগস্ট চাঁদের কক্ষপথে চন্দ্রযান-২ পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে । আগামী ৭ সেপ্টেম্বর তা চাঁদের বুকে অবতরণ করবে। শিবান বলেছেন, আর দুদিন পরেই পৃথিবীর কক্ষপথ ছেড়ে যাবে চন্দ্রযান-২।
ভারতের মহাকাশ গবেষণার জনক হিসেবে পরিচিত বিক্রম সারাভাইয়ের জন্ম শতবর্ষে আয়োজিত অনুষ্ঠান উপলক্ষ্যে আমদাবাদে এসেছিলেন শিবান।
গত ২২ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধওয়ন স্পেস রিসার্চ সেন্টার থেকে চাঁদের উদ্দেশে পাড়ি দেয় চন্দ্রযান-২। জিয়ো সিনক্রোনাইজড লঞ্চ ভেহিক্যাল থেকে বাহুবলী রকেটের পিঠে চড়ে চন্দ্রযান-২ উড়ে যায় চাঁদের উদ্দেশে। এর  তিনটি অংশ— অরবিটর স্যাটেলাইট, বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভার নিয়ে। তিনটি অংশ মিলিয়ে ওজন ৩৮৫০ কেজি।

শিবান জানিয়েছেন, গত ২২ জুলাই চন্দ্রযান-২-এর উত্ক্ষেপণের পর এখনও পর্যন্ত পাঁচবার কক্ষপথের পরিধি বৃদ্ধি (বিজ্ঞানীদের ভাষায় ম্যানুভার) ঘটানো হয়েছে। চন্দ্রযান-২ এখন পৃথিবীর কক্ষপথে আবর্তিত হচ্ছে।
আগামী বুধবার সকালে পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ ও জটিল ম্যানুভার হবে। সিভান বলেছেন, এই ম্যানুভার হবে ১৪ আগস্ট ভোর সাড়ে তিনটেয়। একে বলা হয় ট্রান্স-লুনার ইঞ্জেকশন। এই ম্যানুভারের মাধ্যমে পৃথিবীর কক্ষপথ ছেড়ে চন্দ্রযান পাড়ি দেবে চাঁদের পথে। এরপর চাঁদের কক্ষপথে পাঠানো হবে চন্দ্রযান-২ কে। এর মাধ্যমে ২০ আগস্ট চাঁদের কক্ষপথে ঢুকে পড়বে চন্দ্রযান-২।
শিবান জানিয়েছেন, এরপর চাঁদের চারপাশে বেশ কয়েকটি ম্যানুভার হবে এবং আগামী ৭ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করবে চন্দ্রযান-২।
শিবান বলেছেন, ওই মহাকাশ যান খুব ভালো ভাবে এগোচ্ছে এবং এর সমস্ত ব্যবস্থা যথাযথভাবে কাজ করছে।