নয়াদিল্লি: চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের ঠিক আগে ল্যান্ডার ‘বিক্রম’-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও, চন্দ্রযান-২ অভিযান ব্যর্থ বলে মানতে নারাজ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘চন্দ্রযান-২ অত্যন্ত জটিল অভিযান ছিল। গত ২২ জুলাই চন্দ্রযান-২ এর উৎক্ষেপণের পর থেকেই শুধু ভারত নয়, সারা বিশ্ব বিপুল প্রত্যাশা ও উত্তেজনা নিয়ে একেকটি ধাপের দিকে তাকিয়েছিল। এটি অভূতপূর্ব অভিযান ছিল। গোটা চাঁদের ভূ-পৃষ্ঠ ও দূরতম প্রান্ত পরীক্ষা করাই এই অভিযানের উদ্দেশ্য ছিল। এই অভিযান এখনও পর্যন্ত ৯০ থেকে ৯৫ শতাংশ সফল।’
ইসরোর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘অর্বিটার ক্যামেরা অতীতের যে কোনও চন্দ্রাভিযানের চেয়ে বেশি শক্তিশালী। ফলে উন্নতমানের ছবি পাওয়া যাবে। এক বছরের বদলে সাত বছর কর্মক্ষম থাকবে এটি।’