কলকাতা: আগের থেকে অনেকটাই ভাল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য। দুপুরে নিজেই খেয়েছেন, কথা বলেছেন- জানালেন চিকিত্সকরা। চলছে অ্যান্টিবায়োটিক, নেবুলাইজার ও বাইপ্যাপ। দেওয়া হয়েছে রক্ত।
প্রবল শ্বাসকষ্ট ও রক্তচাপের সমস্যা নিয়ে শুক্রবার রাতে উডল্যান্ডসে ভর্তি হন বুদ্ধদেব ভট্টাচার্য।
৭ সদস্যের মেডিক্যাল বোর্ডের পর্যবেক্ষণে চিকিত্সা চলছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর।চিকিত্সকরা জানিয়েছেন, চিকিত্সায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। এদিন দুপুরের খাবার খেয়েছন, কথাও বলেছেন তিনি।
চিকিত্সক ফুয়াদ হালিম, আগের থেকে ভাল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য, অবস্থার উন্নতি হচ্ছে।

চিকিত্সক কৌশিক চক্রবর্তী বলেছেন, দুই ইউনিট রক্ত দেওয়া হয়েছে, রক্তচাপ একদম স্বাভাবিক, নিউমোনিয়ায় আক্রান্ত দুটি ফুসফুস, বাইপ্যাপ দেওয়ায় শরীরে কার্বন ডাই অক্সাইড কমেছে,
নিয়মমাফিক বাইপ্যাপ দেওয়া হচ্ছে, যতটা পারবেন ততটাই বাইপ্যাপ দেওয়া হবে, অ্যান্টিবায়েটিক, নেবুলাইজার চলছে, চিকিৎসায় সাড়া দিলে ধীরে ধীরে অ্যান্টিবায়োটিক কমানো হবে।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিত্সায় সাত সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি করেছে উডল্যান্ডস কর্তৃপক্ষ।
তাতে রয়েছেন ক্রিটিকাল কেয়ার বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, পালমোনোলজিস্ট, কার্ডিওলজিস্ট, গ্যাসট্রোএন্টেরোলজিস্ট ও অ্যানাস্থেসিস্ট।

এছাড়া আরও কয়েকজন বিশেষজ্ঞ চিকিত্সকের সঙ্গে আলোচনা করা হচ্ছে।



অন্যদিকে, এদিন বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে যান সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম-সহ সিপিএমের কয়েকজন নেতা।

হাসপাতালে যান বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, কংগ্রেসের রাজ্যসভার সদস্য প্রদীপ ভট্টচার্য, বিজেপি নেতা মুকুল রায়।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিত্সা চলছে আইসিইউতে।
হাসপাতাল সূত্রে খবর, বার বার বাড়ি ফেরার ইচ্ছাপ্রকাশ করছেন তিনি।