হায়দরাবাদ: অনলাইনে বান্ধবীর সঙ্গে অনবরত চ্যাটের জন্য স্ত্রীর গঞ্জনায় আত্মহত্যা করলেন ২৭ বছরের এক যুবক। সেকেন্দ্রাবাদের পূর্ব মারেদপল্লী এলাকার ওই যুবকের মৃত্যু সংবাদ পেয়ে বিষপান করে আত্মঘাতী হন তাঁর ১৯ বছরের বান্ধবীও। পুলিশ জানিয়েছে, পেশায় ইলেকট্রিশিয়ান কে শিব কুমার গত শনিবার নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। শিবকুমারের মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চরম হতাশায় ভুগতে শুরু করেন তাঁর ছোটবেলার বান্ধবী সি ভেন্নেলা। তিনিও বিষপান করেন। রবিবার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। শিবকুমারের বিয়ে হয়েছিল গত ১৫ আগস্ট। বিয়ের পর থেকেই তাঁর স্ত্রীর সঙ্গে অশান্তি লেগেই থাকত। মেসেজিং অ্যাপে লাগাতার চ্যাটের জন্য শিবকুমার তাঁ স্ত্রীর রোষের মুখে পড়েছিলেন। কয়েকদিন আগে তাঁর স্ত্রীর সন্দেহ হয় যে, শিবকুমার কোনও মহিলার সঙ্গে নিয়মিত চ্যাট করেন। আর তা নিয়েই স্ত্রীর সঙ্গে সঙ্গে তুমুল ঝগড়া হয়। এরপরই শিবকুমার আত্মহত্যা করেন।