নয়াদিল্লি: আগামীকাল মহাত্মা গাঁধীর জন্মদিন। এই উপলক্ষ্যে টুইটার ইন্ডিয়া লঞ্চ করল বিশেষ ‘গাঁধী ইমোজি’-র। #GandhiJayanti ,#गाँधीजयंती ,#ગાંધીજયંતિ ,#MahatmaGandhi ,#MKGandhi,#BapuAt150,#MyGandhigiri ,#NexusOfGood , #MahatmaAt150 –এই হ্যাশট্যাগগুলি ইউজাররা কোনও টুইটে ব্যবহার করলেই ওই ইমোজি দেখা যাবে। ২ অক্টোবর থেকে পুরো সপ্তাহ লাইভ থাকবে গাঁধী ইমোজি। মহাত্মা গাঁধীর ১৫০ তম জন্মজয়ন্তীর আগে এক প্রেস বিবৃতিতে এ কথা জানিয়েছে টুইটার ইন্ডিয়া।
কোনও জনপ্রিয় অনুষ্ঠান উপলক্ষ্যে সোশাল মিডিয়া প্লাটফর্মে এ ধরনের বিশেষ ইমোজির ব্যবহার নতুন নয়। অতীতেও টুইটার দীপাবলি, গণেশ চতুর্থী, প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক যোগ দিবস ও আম্বেডকর জয়ন্তীতে এ ধরনের বিশেষ ইমোজি চালু করেছিল।
আগামীকাল মোহনদাস করমচাঁদ গাঁধীর জন্মদিন পালিত হবে। তাঁর জন্মের সার্ধশতবার্ষিকী উদযাপনে দু বছরের কর্মসূচীর ঘোষণা করেছে সরকার।