নয়াদিল্লি: আগামীকাল মহাত্মা গাঁধীর জন্মদিন। এই উপলক্ষ্যে টুইটার ইন্ডিয়া লঞ্চ করল বিশেষ ‘গাঁধী ইমোজি’-র। #GandhiJayanti ,#गाँधीजयंती ,#ગાંધીજયંતિ ,#MahatmaGandhi ,#MKGandhi,#BapuAt150,#MyGandhigiri ,#NexusOfGood , #MahatmaAt150 –এই হ্যাশট্যাগগুলি ইউজাররা কোনও টুইটে ব্যবহার করলেই ওই ইমোজি দেখা যাবে। ২ অক্টোবর থেকে পুরো সপ্তাহ লাইভ থাকবে গাঁধী ইমোজি। মহাত্মা গাঁধীর ১৫০ তম জন্মজয়ন্তীর আগে এক প্রেস বিবৃতিতে এ কথা জানিয়েছে টুইটার ইন্ডিয়া।
কোনও জনপ্রিয় অনুষ্ঠান উপলক্ষ্যে সোশাল মিডিয়া প্লাটফর্মে এ ধরনের বিশেষ ইমোজির ব্যবহার নতুন নয়। অতীতেও টুইটার দীপাবলি, গণেশ চতুর্থী, প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক যোগ দিবস ও আম্বেডকর জয়ন্তীতে এ ধরনের বিশেষ ইমোজি চালু করেছিল।
আগামীকাল মোহনদাস করমচাঁদ গাঁধীর জন্মদিন পালিত হবে। তাঁর জন্মের সার্ধশতবার্ষিকী উদযাপনে দু বছরের কর্মসূচীর ঘোষণা করেছে সরকার।
মহাত্মার জন্মদিন উপলক্ষ্যে ‘গাঁধী ইমোজি’ চালু করল টুইটার ইন্ডিয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Oct 2018 04:15 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -