নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় পশুজন্তুদের ভিডিও নেটিজেনদের নজর কাড়ে। এমনই একটি ভিডিও এখন ভাইরাল হয়েছে, যা দেখে তাজ্জব হয়ে যেতে হয়। চিতা তার অদ্ভূত ক্ষিপ্রতা ও তীব্র গতির জন্য পরিচিত। সেই চিতার জঙ্গলে তীব্র গতিতে দৌড় ওই ভিডিওতে দেখা গিয়েছে। আর এই জন্যই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এই ভিডিওটি ট্যুইটারে শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা।
ভিডিও শেয়ার করে ক্যাপশনে সুশান্ত নন্দা লিখেছেন, চিতাকে দৌড়তে দেখা একটা অবিশ্বাস্য অনুভূতি। ভারত আফ্রিকান এসপিকে ফের নিয়ে আসার পরিকল্পনা করছে। ভারতে এশিয় চিতা শেষবার দেখা গিয়েছিল ১৯৫১ সাল কোরিয়া জেলায়। ভারতে এর প্রজননের সাফল্য কামনা করছি।



সুশান্ত এই ভিডিও গত চার ফেব্রুয়ারি শেয়ার করেন। এরপর থেকে ১৫ হাজারের বেশি এই ভিডিও দেখা হয়েছে। সেইসঙ্গে পড়ছে দেদার লাইক। ৫০০-র বেশি রিট্যুইটও হয়েছে। সুশান্ত কমেন্টসে জানিয়েছেন যে, ১৯৫২-তে চিতাকে ভারতে বিলুপ্ত ঘোষণা করা হয়।
স্থলভাগের দ্রুততম প্রাণি চিতা ।ঘন্টায় ১১২ কিমি বেগে দৌড়াতে পারে চিতা।