নয়াদিল্লি: একটি চিতাবাঘ শাবকের সঙ্গে একটি গোসাপের লড়াইয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। আসলে এটি ২০১৮-র ভিডিও। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসেস অফিসার প্রবীণ কাসওয়ান ভিডিওটি ট্যুইট করার পর তা আবার নেটিজেনকে দৃষ্টি আকর্ষণ করেছে। জানা গেছে, ভিডিওটি জাম্বিয়ার কইঙ্গু সাফারি লজের।
ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তায় গোসাপটির পিছু ধাওয়া করে এগিয়ে আসছে ওই চিতাবাঘ শাবক। থাবা দিয়ে সরীসৃপটিকে বাগে আনার চেষ্টা করছে। কিন্তু ছোট্ট গোসাপ এক সহজে হার মানাপ নয়। লেজের ঝাপটায় নাজেহাল করে তোলে চিতাবাঘ শাবকটিকে। কিন্তু শেষপর্যন্ত গোসাপটির বাঁচার চেষ্টা সফল হল না।
গোপাস মূলত জলেই থাকে এবং বিপদ দেখলে ঝলে চলে যায়। কিন্তু এক্ষেত্রে কাছেপিঠে কোনও জলাশয় ছিল না। কিন্তু এত সহজে হার মানেনি গোসাপটি। কিন্তু শেষপর্যন্ত গোসাপটিকে তুলে নিয়ে যায় চিতাবাঘ শাবকটি।



যিনি ভিডিওটি তুলেছিলেন, তিনি জানিয়েছেন, গোসাপটি বুঝতে পেরেছিল যে সে বিপদে পড়েছে। এরপরই গোসাপটি নিজেকে বাঁচাতে লেজ ঝাপটাতে শুরু করে। গোসাপের লেজ যথেষ্ট শক্তিশালী। গোসাপটি সামনে ঘুরে যাওয়ার পর পিছন থেকে তাকে কাবু করতে সক্ষম হয় চিতাবাঘটি। এরপর গোসাপটিকে মুখে তুলে সে জঙ্গলে চলে যায়।