লখনউ: আগামী পাঁচ বছরে ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত রফতানির পরিমাণ বাড়িয়ে ৫০০ কোটি মার্কিন ডলার বা ৩৫ হাজার কোটি টাকায় নিয়ে যাওয়াই লক্ষ্য। আজ ডিফেন্স এক্সপোতে এই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান, ‘বিশ্বের দ্বিতীয় জনসংখ্যার দেশ, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী ও বিশ্বের বৃহত্তম গণতন্ত্র কতদিন শুধু আমদানির উপর নির্ভর করে থাকবে? কামান, এয়ারক্র্যাফট ক্যারিয়ার, যুদ্ধজাহাজ, সাবমেরিন, লাইট কমব্যাট এয়ারক্র্যাফট, কমব্যাট হেলিকপ্টার এখন ভারতে তৈরি হচ্ছে।’
মোদি আরও বলেন, ‘অত্যাধুনিক অস্ত্র তৈরির জন্য দরকার উচ্চমানের গবেষণা ও উৎপাদন। আমাদের সরকার গত ৫-৬ বছরে এ বিষয়ে জাতীয় নীতি নিয়েছে। ব্যবহারকারী ও উৎপাদকের মধ্যে গাঁটছড়ার মাধ্যমে জাতীয় জাতীয় নিরাপত্তাকে আরও শক্তিশালী করে তোলা যায়। অতীতে প্রতিরক্ষা সংক্রান্ত উৎপাদনের ক্ষেত্রে অনেক সমস্যা ছিল। এখন নীতি বদল করা হয়েছে। এখন ডিআরডিও বিনামূল্যে ভারতের সংস্থাগুলিকে প্রযুক্তি সরবরাহ করছে। ‘মেক ইন ইন্ডিয়া’ ও নতুন কর্মসংস্থানের সুযোগের মাধ্যমে ভারতের নিরাপত্তা বাড়বে। একুশ শতক নিয়ে যখন বিশ্বজুড়ে আলোচনা চলছে, তখন স্বাভাবিকভাবেই ভারতের উপর সবার নজর এসে পড়ছে। প্রযুক্তির অপব্যবহার, সন্ত্রাসবাদ বা সাইবার অপরাধ সারা বিশ্বের কাছে চ্যালেঞ্জ। আগামী পাঁচ বছরে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ২৫টি পণ্য উৎপাদন করা আমাদের লক্ষ্য।’
আগামী পাঁচ বছরে প্রতিরক্ষা রফতানি বাড়িয়ে ৩৫ হাজার কোটি টাকায় নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য, ডিফেন্স এক্সপোতে প্রধানমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Feb 2020 06:05 PM (IST)
আজ ডিফেন্স এক্সপোতে এই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -