চেন্নাই: ট্যাক্সিচালক, অটোচালক, রিকশাচালকদের সততার নজির নতুন নয়। মাঝেমধ্যেই তাঁদের টাকা, গয়নাভর্তি ব্যাগ ফিরিয়ে দেওয়ার কথা শোনা যায়। ফের এই ঘটনা দেখা গেল চেন্নাইয়ে। সততার পরিচয় দিলেন এক অটো রিকশা চালক। তিনি ২০ লক্ষ টাকার গয়নাভর্তি একটি ব্যাগ ফিরিয়ে দিলেন এক যাত্রীকে। এই অটোচালকের নাম সরবন কুমার। সততার জন্য চেন্নাই পুলিশ তাঁকে সম্মান জানিয়েছে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, পল ব্রাইট নামে এক ব্যক্তি তাঁর আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। ফেরার সময় তিনি অটো রিকশায় চড়েন। তাঁর কাছে কয়েকটি ব্যাগ ছিল। তার মধ্যে একটি ব্যাগে গয়না ছিল। অটোয় বসে ফোনে কথা বলছিলেন পল। অটো থেকে নামার সময় তিনি গয়নাভর্তি ব্যাগটি ফেলে রেখে যান। পরে অটোর পিছনের আসনে পড়ে থাকা ব্যাগটি নজরে আসে চালকের। কিন্তু সেটি কীভাবে ওই যাত্রীর কাছে পৌঁছে দেবেন, তা তিনি বুঝতে পারছিলেন না। ইতিমধ্যেই পলের মনে পড়ে, তিনি ব্যাগটি অটোয় ফেলে এসেছেন। তিনি ক্রোমপেট থানায় অভিযোগ জানাতে যান। পুলিশকর্মীরা রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে সংশ্লিষ্ট অটো রিকশাটি চিহ্নিত করে ফেলেন। তাঁরা ওই অটোর খোঁজ শুরু করেন। তবে এরই মধ্যে ব্যাগটি নিয়ে সোজা থানায় চলে যান ওই চালক।। তিনি ব্যাগটি পুলিশের হাতে তুলে দেন। এরপর পল থানায় এসে ব্যাগটি নিয়ে যান।

পুলিশকর্মীরা এই চালকের সততার প্রশংসা করে তাঁকে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানান। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই চালকের সততার কথা ছড়িয়ে পড়েছে। বহু মানুষ তাঁর প্রশংসা করছেন।

কিছুদিন আগে সততার পরিচয় দেন মহারাষ্ট্রের পুণের দুই রিকশাচালক। রেলস্টেশনের পাশে স্ট্যান্ডে যাত্রীদের অপেক্ষায় ছিলেন অতুল টিলেকর ও ভারত ভোসালে নামে ওই দুই রিকশা চালক। সেই সময় তাঁরা দেখতে পান, পার্কিং বুথের সামনে একটি ব্যাগ পড়ে আছে। ব্যাগ খুলে তাঁদের চোখ কপালে ওঠে। দেখতে পান, ব্যাগে রয়েছে সোনার গয়না। সঙ্গে সঙ্গে তাঁরা ব্যাগটি কর্তব্যরত রেল পুলিশ কর্মীর হাতে তুলে দেন। এরপর যখন ওই ব্যাগের মালিক পুলিশের সঙ্গে যোগাযোগ করেন, তখন পুলিশ আধিকারিকরা তাঁর কাছে ব্যাগটি ফিরিয়ে দেন।

এবার চেন্নাইয়ে একই ধরনের ঘটনা দেখা গেল। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, এই ঘটনা দেখে মানবতার প্রতি বিশ্বাস ফিরে এল।