নয়াদিল্লি: ‘অতিরিক্ত কর’ চাপানোর ফলেই পেট্রল, ডিজেলের দাম লাগাতার বেড়ে চলেছে বলে ট্যুইট করে অভিযোগ করলেন পি চিদম্বরম। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী কেন্দ্রের বর্তমান এনডিএ সরকারকে দায়ী করেছেন পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য। তাঁর দাবি, অবিলম্বে এই দুই পেট্রপণ্যকে জিএসটির আওতায় নিয়ে আসতে হবে।






কংগ্রেসের এই শীর্ষ নেতার ট্যুইট, পেট্রল ও ডিজেলের বিরামহীন মূল্যবৃদ্ধি অনিবার্য, অবশ্যম্ভাবী ছিল না। কেননা দাম চড়েছে পেট্রল, ডিজেলের ওপর অতিরিক্ত করের ধাক্কায়। কর ছেঁটে দেওয়া হলেই দাম বেশ কিছুটা পড়ে যাবে।



কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে রাজ্যগুলিকে দোষারোপ করায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এটা বিষাক্ত যুক্তি। বিজেপি ভুলে যাচ্ছে, তারা ১৯টা রাজ্য চালাচ্ছে। পেট্রল, ডিজেলকে জিএসটি তালিকায় নিয়ে আসার জন্য একযোগে চেষ্টা করা উচিত কেন্দ্র, রাজ্যগুলির। কংগ্রেসের দাবি, এখনই জিএসটি-র অন্তর্ভুক্ত করতে হবে পেট্রল, ডিজেলকে।
গত ১৯ দিন ধরে বাড়ছে পেট্রল, ডিজেলের দাম। সৌজন্যে টাকার দামে পতন, অশোধিত তেলের দাম অনেকটা ঊর্ধ্বমুখী হওয়া। বিরোধীরা ক্রমাগত মোদী সরকারকে দায়ী করে চলেছে এজন্য।